বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার রতনপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছে। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ১ জুন বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে রতনপুর থেকে নূরনগর অভিমুখে যাওয়ার সময় রতনপুর ইউনিয়ন পরিষদ মোড় সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক শ্যামনগর উপজেলার নূরনগর রামচন্দ্রপুর গ্রামের মোঃ হাবিবুর সরদারের পুত্র নুরুল হোসেন (১৯) ও মোটরসাইকেল আরোহী কৈখালি ইউনিয়নের কাকরঘাটা গ্রামের ইউনুস আলীর পুত্র মোঃ আব্দুর রহিম (১৬) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নুরুল হোসেনকে শ্যামনগর ফ্রেন্ডশীফ হাসপাতালে ও আব্দুর রহিমকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থা অবনতি হলে সেখান থেকে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা এখন আশঙ্কাজনক।