স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার ঝাউডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি করুন মৃত্যু হয়েছে। নিহত সদরের বলী ইউনিয়নের হাজিপুর গ্রামের হায়দার আলী (৬৫)। স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা যশোর সড়কের ঝাউডাঙ্গা বাজার এলাকায় সড়কের পাশে হায়দার দাড়িয়ে ছিল। অপরদিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঝিনাইদহ ট-১১-০৫৫৭ নং দ্রুত গামী ট্রাক তাকে চাপা দিয়ে মাটির সাথে পিশিয়ে দেয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ বিষয়ে সদর থানার ওসি মোহাম্মদ গোলাম কবির জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাক আটক হয়েছে।