সড়কে সড়কে দূর্ঘটনা থেমে নেই। বাংলাদেশের বাস্তবতায় সড়ক দূর্ঘটনা মহামারী আকার ধারন করেছে। এমন কোন দিন নেই, এমন কোন সময় নেই, যে দিনে বা সময়ে দেশের সড়ক ও মহাসড়ক গুলোতে মানব ঘাতক সড়ক দূর্ঘটনা ঘটছে না। দেশের সামগ্রীক বাস্তবতায় যে বিষয়টি বারবার বিরক্ত আর বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে উচ্চারিত হয়ে চলেছে তা হলো সড়ক দূর্ঘটনা। দেশের অপরাপর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সড়ক ও মহাসড়ক গুলোর উন্নয়ন ও উন্নতি থেমে নেই। আমাদের দেশের সড়ক ও মহাসড়ক গুলো অতীতের যে কোন সময় অপেক্ষা উন্নত, আধুনিক এবং টেকসই বলা যায় দৃষ্টিনন্দনও বটে। কিন্তু বাস্তবতা হলো সড়ক ও মহাসড়ক গুলোতে থেমে নেই সড়ক দূর্ঘটনা। আমাদের দেশের সড়ক গুলো বিশ্বমানের এখানেই শেষ নয়, দেশের যানবাহন ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটেছে, কিন্তু কেন প্রতিনিয়ত বারবার সড়কে সড়কে দূর্ঘটনা, বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশ ব্যাপক ভিত্তিক আলোচিত এবং আলোকিত দেশ হিসেবে বিবেচিত হলেও বাস্তবতা হলো সড়ক দূর্ঘটনা নামক মানব ঘাতক আর মহামারীর কল্যানে বিশ্ব ব্যবস্থায় দেশের নীতিবাচক দিক দূর্ঘটনা দৃশ্যতঃ দেশকে দেশবাসিকে গভীর ভাবে উদ্বিগ্ন করেছে। আমাদের দেশের সড়ক গুলোতে চলাচল করা যানবাহনগুলোর কোন কোনটি ব্যাপক ভিত্তিক তথা অতি দ্রুতগতিতে চলাচল করায় দৃশ্যতঃ নিয়ন্ত্রনহীন পর্যায়ে পৌছায় যে কারনে সড়ক দূর্ঘটনা ঘটেই চলেছে। সড়ক দূর্ঘটনার অন্যতম কারন হিসেবে বিবেচিত হচ্ছে নিয়ন্ত্রনহীন গতিতে যানবাহন চালনা করা, আর তাই সড়ক দূর্ঘটনা রোধে বিশেষ ভাবে যে বিষয়টি অতি জরুরী তা হলো দক্ষ, যোগ্য চালকদের কাছে যানবাহনের চাবি তুলে দেওয়া। সড়ক দূর্ঘটনায় অকালে মৃত্যু কাম্য নয়, আর তাই রোধ করা অপরিহার্য।