এফএনএস স্পোর্টস: চতুর্থ মিনিটে ফার্দিয়া রাত্রির গোলে এগিয়ে যাওয়ার পর তিন গোল হজম করে বসল বাংলাদেশ। এরপর ঘুরে দাঁড়িয়ে দারুণ কিছুর আশা জাগাল মেয়েরা। কিন্তু শেষ পর্যন্ত তারা হংকংয়ের বিপক্ষে পেরে উঠল না। উইমেন’স ফাইভ-এ-সাইড এশিয়া কাপ হকিতে চ্যালেঞ্জার পুলে তৃতীয় হয়েছে বাংলাদেশ। ওমানের সালালাহ’য় হওয়া এই প্রতিযোগিতায় রোববার নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে হংকংয়ের চোখে চোখ রেখে লড়াই করে ১০-৭ গোলে হারে বাংলাদেশ। দল হারলেও উজ্জ্বল পারফরম্যান্সে হ্যাটট্রিক করেন অর্পিতা পল। এ ছাড়া রাত্রি ২টি এবং মোসাম্মাৎ আক্তার ও আইরিন রিয়া একটি করে গোল করেন। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করে বাংলাদেশ। আশা জাগানিয়া শুরুর পর প্রথমার্ধ শেষ করে ৪-৩ গোলে পিছিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে হংকংকে আর আটকে রাখতে পারেনি দল। নিজেরা চার গোল করলেও হজম করে বসে ছয়টি। আসরে বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে খেলেছে। এই পুলে বাকি পাঁচ দল চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, ইরান, ওমান ও হংকং। পাঁচ ম্যাচে তিন জয় ও দুই হারে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় বাংলাদেশ। পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে সেরা হংকং। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭-৪ গোলে হেরে আসর শুরুর পর বাংলাদেশ টানা তিন ম্যাচ জিতেছিল; চাইনিজ তাইপেকে ১০-৫, ইরানকে ৯-৩ এবং স্বাগতিক ওমানকে ৯-২ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। আসর জুড়ে গোলমুখে আলো ঝলমলে ছিলেন আইরিন রিয়া। ইরান ম্যাচে ৪টি, চাইনিজ তাইপের বিপক্ষে ৪টি এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের হেরে যাওয়া ম্যাচেও একটি গোল করেন তিনি। ওমানের জালেও করেন এক গোল। সব মিলিয়ে পাঁচ ম্যাচে ১৫ গোল তার।