স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের ২দিন ব্যাপী হজ প্রশিক্ষণ ২০২৪ উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশন যৌথ আয়োজনে গতকাল সকাল ৯ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি ২ দিন ব্যাপী হজ প্রশিক্ষণ উদ্বোধন করেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ হাসানুজ্জামান সহ ফিল্ড সুপারভাইজারগণ।প্রশিক্ষক ছিলেন সদর হাসপাতালে চিকিৎসক ডাঃ মোঃ সাইফুল ইসলাম, হাব প্রতিনিধি মোঃ আব্দুল হাদী,কালেক্টরেট জামে মসজিদ ইমাম ও খতিব মাওলানা মোঃ আব্দুল্লাহ।