এফএনএস : হবিগঞ্জে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অন্তত চার জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মইনুল ইসলাম জানান। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ওসি মইনুল জানিয়েছেন। স্থানীয়দের বরাতে ওসি বলেন, কুমিল−া থেকে সিলেটগামী যমুনা পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। “একই সময়ে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসও দুর্ঘটনাকবলিত যমুনা পরিবহনের বাসে পেছনে ধাক্কা দেয়।” মইনুল জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।