ধুলিহর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশুকে সংবর্ধনা প্রদান ও ২০২৪ সালের দাখিল কেন্দ্রীয় পরিক্ষার্থীদের সাময়িক বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় ধুলিহর হযরত আবুবকর সিদ্দিক (রাঃ) ইসলামিয়া কামিল মাদ্রাসার দাখিল দশম শ্রেণির শিক্ষার্থীবৃন্দের আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু। এসময় তিনি বলেন, দোয়া করবেন আমি যেন ন্যায় ও নিষ্ঠার সাথে সদর আসনকে উন্নয়ন করতে পারি। জননেত্রী শেখ হাসিনা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন। এখন সময় উন্নয়ন করার। ধারাবাহিকভাবে স্কুল,কলেজ ও মাদ্রাসাসহ সকল জায়গায় উন্নয়ন করা হবে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি হাফিজুর রহমান। অনুষ্ঠানে ধুলিহর হযরত আবুবকর সিদ্দিক (রাঃ) ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি শাইখুল হাদিস আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক আজহারী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮নং ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমান চৌধুরীসহ গভর্নিং বডির সদস্যবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবু সানা, মাদ্রাসা ট্রাস্ট কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান,সাংবাদিক শাহাদাৎ হোসেন বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন,সহ- সভাপতি মো. শামসুর রহমান সোনা, জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক কানাইলাল সাহা,ব্রহ্মরাজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ, ধুলিহর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আরশাদ আলী, মাদ্রাসার শিক্ষক- মনিরুল ইসলাম বিলালী, ছাবিনা ইয়াসমিন, মেহেরুল্লা প্রমূখ । এসময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, মাদ্রাসার (ভারপ্রাপ্ত) উপাধ্যক্ষ শফিকুল ইসলাম।