দেবহাটা অফিস ॥ দেবহাটা মাঘরী শাখা আহছানিয়া মিশনে হযরত খানবাহাদুর আহছান উল্লাহ (রাঃ) এর ১৫০ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। মাঘরী শাখা আহছানিয়া মিশনে ফজরের নামাজ হতে দিন ব্যাপী মিলাদ, দোয়া, খানবাহাদুর আহছান উল্লাহ (রাঃ) এর জীবনী, বৃক্ষ রোপন, কম্বল বিতরন সহ নানা ধরনের আয়োজন ছিল। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রাক্তনমন্ত্রী নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডা: আ,ফ,ম রুহুল হক এমপি মোবাইল ফোনের মাধ্যমে আলোচনা ও দোয়ায় অংশ নেন মাঘরী শাখা মিশনের সভাপতি আলহাজ্ব একরাম হকের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মনোয়ারুল হকের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, চেয়ারম্যান সাইফুল ইসলাম, নলতা কেন্দ্রীয় মিশনের সহসভাপতি সাইদুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, আজীবন সদস্য আনিস উজ্জামান খোকন, মাঘরি মিশনের সম্পাদক মহসিন হালদার, মাঘরি শাখা মিশনের সকল সদস্য উপস্থিত ছিলেন, মাঘরি শাখা মিশনের ইতিহাস এবং এই মিশন প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরা হয় আলোচনা সভায়। মাঘরি শাখা মিশনের দিনব্যাপী আয়োজনে দেবহাটা উপজেলার ২২টি শাখা মিশনের সভাপতি, সম্পাদক সহ সদস্যরা উপস্থিত ছিলেন। মোনাজাতের পূর্বে মিলাদ, হার্মদ, নাতে রসুল, তাওল্লাদ শরীফ কিয়াম, পাঠ করা হয়। এদিকে কুলিয়ার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে ও হযরত খান বাহাদুর আহছান উল্লাহ (রাঃ) এর ১৫০ তম জন্ম বার্ষিকীতে ছাত্র ছাত্রীদের নিয়ে দোয়া, ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমুজ্জামান।