দেবহাটা অফিস \ আস্কারপুর আহছানিয়া মিশনের আয়োজনে হযরত খান বাহাদুর আহছান উল্লাহ (র:) এর ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৮ ডিসেম্বর মিলাদ মাহফিল ও আলোচনা সভা করে। মিলাদ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। আস্কারপুর আহছানিয়া মিশনের সভাপতি আলহাজ্ব অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সম্পাদক ডা: কাজী আলী আজম, খান বাহাদুর আহছান উল্লাহ ইনস্টিটিউট এর পরিচালক মনিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, মহাপরিচালক এএফএস এনামুল হক। কেন্দ্রীয় আহছানিয়া মিশণ যুগ্ম সম্পাদক ডা: নজরুল ইসলাম, কর্মকর্তা রফিকুল ইসলাম বাচ্চু, আলহাজ্ব আবুল ফজল, মো: খায়রুল হাসান, ঢাকা গাজীপুরের সানোয়ার হোসেন, হবিগঞ্জের মাহবুবর রহমান, ঢাকার শাহিনুর রহমান, গোলাম মোর্তজাপান্নু রহমান আলী প্রমুখ। দোয়া পরিচালনা করেন নলতা শাহী জামে মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমান, জন্মবার্ষিকীতে অসহায়, হতদরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।