কালিগঞ্জ প্রতিনিধি \ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে কালিগঞ্জের কামারগাঁতী মাজার শরীফে হযরত শাহ্সুফি ছোটমিয়া (রহঃ)—এর ৫৪তম বার্ষিক ওরছ শরীফ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৭টায় ফাতেহা শরীফ, হেফজ সমাপ্ত শিক্ষার্থীদের পাগড়ী প্রদান এবং আখেরি মোনাজাতের মাধ্যমে চার দিনব্যাপি অনুষ্ঠান শেষ হয়। মাজার শরীফের খাদেম আব্দুল গফফার জানান, প্রতি বছর ১, ২, ৩ ও ৪ মাঘ মরহুম পীর সাহেবের স্মরণে এই বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত হয়। (১৫ জানুয়ারি, বুধবার) ওরছ শরীফের প্রথম দিন পবিত্র কোরআন তেলাওয়াত ও মাজার জিয়ারত করা হয়েছে। (১৬ জানুয়ারি, বৃহস্পতিবার) দ্বিতীয় দিন পবিত্র কোরআন তেলাওয়াত, মাজার জিয়ারত এবং বিকেল ৩টায় ইসলামী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। (১৭ জানুয়ারি, শুক্রবার) তৃতীয় দিন সকালে পবিত্র কোরআন তেলাওয়াত, মাজার জিয়ারত এবং গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিলে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মোহাম্মদপুরের হাফেজ ক্বারী মাওলানা আল আমিন হোসেন জিহাদী, কালিগঞ্জ সাব—রেজিস্ট্রি অফিস জামে মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম আশেকী এবং সাতক্ষীরার মাজলিসুল মোফাচ্ছেরে কোরআনের সদস্য হাফেজ ক্বারী মোস্তাছিন বিল্লাহ। সমাপনী দিন শনিবার সকালে ফাতেহা শরীফ, হেফজ সমাপ্ত শিক্ষার্থীদের পাগড়ী প্রদান এবং আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা শেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়। ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এই বার্ষিক ওরছ শরীফ অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।