মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নে বন বিভাগের অভিযানে হরিণের মাংস সহ একজন আটক। আটক কৃত ব্যক্তি ছোট ভেটখালী গ্রামে কেরামত গাজীর ছেলে আবুল হোসেন। বন বিভাগ সূত্রে জানা যায় কৈখালী স্টেশনে আওতায় মরাগাং ফরেস্ট টহল ফাড়ী বন বিভাগের সদস্যরা নিয়মিত টহল প্রদান কালে মঙ্গলবার দিবাগত রাতে ৭টার দিকে বড় ভেটখালী মোড় এলাকায় অভিযান চালায় এ সময় একটি মোটর সাইকেলকে গতিরোধ করে মোটরসাইকেলে থাকা আসামিকে তলাশি করে একটি প্লাস্টিকের বস্তায় ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করে। হরিণের মাংস মোটরসাইকেল বুড়িগোয়ালিনী ফরেস্ট রেঞ্জ অফিস অফিসে নিয়ে যায়। পাচারকৃত হিরো হোন্ডা মোটরসাইকেল রেজিস্ট্রেশন নাম্বার সাতক্ষীরা হ ১৬৬৪৭৪। এ বিষয়ে মরাগাং টহল ফাড়ি ওসি এ কে এম আব্দুস সুলতান কাছে জানতে চাইলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন একজন আসামী আবুল হোসেনকে সাতক্ষীরা কোট হাজতে প্রেরণ করি আর একজন মরাগাং গ্রামের জুব্বার গাজী ছেলে ইউনুস গাজী পালিয়ে যায়। বন ও আইনে মামলা নং পি ও আর ০৫/ মরাগাং ০২/২০২১/২২।