মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা মুন্সীগঞ্জ ইউনিয়নে সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকার রোধ কল্পে সচেতনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাস্তবায়নে কদমতলা ফরেস্ট স্টেশন এবং কৈখালী ফরেস্ট স্টেশন বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, ইউনিয়নের জামায়াতের আমির আবুল হোসেন, সাতক্ষীরা রেঞ্জ সহকারি কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম, কৈখালী স্টেশন কর্মকর্তা একেএম আব্দুস সুলতান, ওয়ার্ল্ড টিমের সঞ্জিত কুমার মন্ডল, এ সময় বক্তারা বলেন সুন্দরবন আমাদের মায়ের মত সুন্দরবন রক্ষা করতে হলে জীববৈচিত্র্য কে টিকিয়ে রাখতে হবে। এজন্য এলাকায় আমরা সবাই মিলে চেষ্টা না করলে সুন্দরবনের হরিণ বাঘ রক্ষা করা যাবে না। আইলা সিডর মত বড় বড় ঝড় সুন্দরবনই আমাদের রক্ষা করে। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক শেখ সোহরাব হোসেন, বিল্লাল হোসেন, সহ সি পি জি সকল সদস্য বৃন্দ ভিটিআরটি সদস্য বৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কদমতলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা সোলায়মান।