মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে অনির্বাণ ক্লাবের আয়োজনে এইচপিএল-টি২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ২টায় অনির্বাণ ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক মিলুর সভাপতিত্বে খেলার উদ্বোধন ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান অসীম মৃধা। এ সময় আরো উপস্থিত ছিলেন বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম, অনির্বাণ ক্লাবের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, ইউপি সদস্য জিয়াউর রহমান, আব্দুল জলিলসহ আরো অনেকে। টসে জিতে মুন্সীগঞ্জ ওরিয়ার্স হরিনগর ট্রফি ফাইটার্সকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান। হরিনগর ট্রফি ফাইটার্স ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২১ রান করেন। জবাবে ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় মুন্সিগঞ্জ ওরিয়ার্স। মুন্সীগঞ্জ ওরিয়ার্স ৬ উইকেটে জয়লাভ করে খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয় মুন্সীগঞ্জ ওরিয়ার্স এর খেলোয়াড় আশিক।