মুন্সীগঞ্জ শ্যামনগর প্রতিনিধি ॥ শ্যামনগরে উপজেলা মুন্সীগঞ্জ ইউনিয়নে হরিনগর বাজারে কোষ্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার দুপুর ৩টার দিকে বিসিজি কৈখালী স্টেশনের সদস্যরা উপজেলার হরিনগর বাজার থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো সিংহড়তলী গ্রামের আইয়ুব আলীর ছেলে ইউনুস আলী গাজী(৩০) ও হরিনগর গ্রামের নজির সরদারের ছেলে রবিউল ইসলাম (২৮)। কোস্টগার্ড কৈখালী স্টেশন সুত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ক্রেতাবেশে তারা হরিনগর বাজারে অবস্থান নেয়। একপর্যায়ে তিনটার দিকে বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিয়ে ঘটনাস্থলে হাজির হলে দু’জনকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে এক কেজি সমপরিমান গাঁজা উদ্ধার করা হয়।