বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা’র শ্যামনগর উপকূলে ঘূর্ণিঝড় ‘রিমেল’ এ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হাইজিন কিট বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বেলা ১২ টায় ইউনিসেফের আর্থিক সহযোগিতা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বঙ্গবন্ধু মার্কেটে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে হাইজিন কিট বিতরণ করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুর সাত্তার, সহকারি অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান বাবু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আল মামুন লিটন, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মন্ডল প্রমুখ। উল্লেখ্য হাইজিন কিট হিসেবে ১০ লি: জেরিকেন-২ টি, পানির জগ-২ টি, পানি পানের মগ-৫ টি, বাচ্চাদের প্যামপাস-১ প্যাকেট, বদনা-১ টি, টয়লেট ব্রাশ-১ টি, স্যান্ডেল-২ জোড়া, ন্যাপকিন-১ প্যাকেট, ডিটারজেন্ট পাউডার-১প্যাকেট, গোসল করা সাবান-৫টি, কাপড় কাঁচা সাবান-১০ টি, স্যানিটারি ক্লথ-৬ টি, গামছা-২ টি, নেলকাটার-১ পিচ বিতরণ করা হয়।