এফএনএস বিদেশ : ক্যারিবিয়া অঞ্চলের দেশ হাইতিতে স্থানীয় সময় গত বুধবার একটি ছোট বাণিজ্যিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দেশটির রাজধানীর একটি ব্যস্ত সড়কে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারান ছয় জন। হাইতি’র পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। হাইতির উপশহর ক্যারিফোরের পুলিশপ্রধান পিরে বেলামি সামেদি বলেন, উড়োজাহাজটি রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় জ্যাকমাল শহরে যাচ্ছিল। উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। ক্যারিফোরের পুলিশপ্রধান বলেন, ‘আমি পাঁচটি লাশ পড়ে থাকতে দেখেছি। এ ছাড়া কমপক্ষে তিন জনকে আহত অবস্থায় দেখেছি। তাঁরা উড়োজাহাজে ছিলেন না।’এর আগে ক্যারিফোরের পুলিশপ্রধান পাইলট বেঁচে থাকার কথা জানালেও পরে পুলিশ জানায় যে, দুর্ঘটনায় নিহত পাঁচ জনের মধ্যে পাইলটও রয়েছেন। খবরে বলা হয়, উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এক মোটরবাইকচালক নিহত এবং আরও পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। সামেদি জানান, উড়োজাহাজটি খাদ্যপণ্য বহন করা একটি ট্রাকে আঘাত হানে। গত বুধবার সন্ধ্যায় হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি টুইটে বলেন, ‘ক্যারিফোর শহরে রাস্তার ওপর একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’ অ্যারিয়েল হেনরি বলেন, ‘আমি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’