বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ডাঃ আব্দুল হাকিমকে সাতক্ষীরা জেলা বিডিএমএ’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাতে কাদাকাটি বাজারে ডাঃ আব্দুল হাকিমের নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে সাতক্ষীরা জেলা বিডিএমএ’এর সভাপতি ডাঃ সাহিনুর আলম সাহিন, আশাশুনি প্রতিনিধি ডাঃ আল ফাহাদ বিন-সাদ, ডাঃ আলিফ রহমান, জনসেবা ফার্মেসীর স্বত্বাধিকারী রবিউল আলম তাকে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় জেলা পরিষদ সদস্য ডাঃ আব্দুল হাকিম বলেন, চিকিৎসা সেবা একটি মহান পেশা। এ পেশায় নিজেকে নিয়োজিত রাখতে পেরে আমি গর্ববোধ করি। আমি ধন্যবাদ জানাই সে সকল সম্মানিত ভোটারদের, যারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। ডাঃ সাহিন আলম বলেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের একজন সহকর্মী ডাক্তার জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। তিনি আরো বলেন চিকিৎসা জগতে হাকিম ভাইয়ের সাথে আমার অনেক সময় কেটেছে। তার হাত ধরে আমি বুধহাটাতে এসেছি। তার আজকের এ জয়, আমাদের সকলের জয়।