রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ১ ভ্যান চালকের করুন মৃত্যু সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কদমতলা পি ডি কে মিতালী সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত আবারও ছড়িয়ে পড়েছে তাপদাহ ঃ আবহাওয়ার সুখবর নেই হামাসের হামলায় বার দখলদার সেনা নিহত ঃ আহত পঞ্চাশ খানপুর ছিদ্দিকীয়া এতিমখানা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রতাপনগরে ২ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল বিষ্ণুপুর ২দিন ব্যাপি মাহফিল সম্পন্ন কবি মানিক ঘোষের পিতা-মাতার স্মারণে বিশেষ প্রার্থনা

হাজারো বছর যুদ্ধ করবে হামাস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ ফিলিস্তিনিরা প্রতিমুহুর্তে মৃত্যু আতঙ্কে সময় অতিক্রম করছে প্রতিনিয়ত মৃত্যুদূত তাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। পুরো গাজা শহরে গত পাঁচমাস যাবৎ দখলদার ইসরাইলি বাহিনী নির্মম তান্ডব চালাচ্ছে। দখলদার বাহিনীর নির্মমতা এমন পর্যায়ে পৌছেছে যে প্রতিজন ফিলিস্তিনির জন্য মৃত্যুই শেষ কথা। গতকালও দখলদার ইসরাইলি বাহিনী গাজার ঐতিহাসিক ও জনবহুল সমৃদ্ধ নগরী রাফাতে হামলা চালিয়েছে। রাফা শহর ইতিমধ্যে মৃত্যু নগরীতে পরিনত হয়েছে। রাফা শহরের অবস্থা অত্যন্ত নাজুক শহরটিতে প্রতি মুহুর্তে বিমান হামলা পরিচালনা করা হচ্ছে। রাফা শহরে দৃশ্যতঃ মৃত্যু উপত্যকায় পরিনত হয়েছে। শহরটির অধিবাসিরা কেউ দৌড়ে, কেউ পায়ে হেটে আবার কেউবা ঘোড়ার গাড়ী করে মিশর সীমান্ত এলাকায় একত্রিত হচ্ছে। দখলদার ইসরাইলি বাহিনীর বিপুল সংখ্যক সেনারা রাফা অভিযানের নেতৃত্ব দিচ্ছে। জনবসতি এলাকাগুলোতে বিমান হামলার পাশাপাশি বসতঘর বাড়ী গুলো হতে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন করছে। গতকালও অন্তত পাঁচশতাধীক ফিলিস্তিনিকে দখলদার ইসরাইরি বাহিনী গ্রেফতার করেছে। হামাসের পক্ষ হতে অভিযোগ করে বলা হয়েছে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের ঘুরে রক্ষিত টাকা বিশেষ করে ডলার লুট করছে সেই সাথে মুল্যবান সামগ্রী সমুহ নিয়ে যাচ্ছে। ফিলিস্তিনি কিশোরী ও নারীদের উপর তারা যৌন নির্যাতন পরিচালনা করছে। ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন পরিচালনা করার ঘটনা নতুন নয়। সাম্প্রতিক সময় গুলোতে কারাগারে আটক ফিলিস্তিনিদের উপর শারিরীক ও মানসিক উভয় নির্যাতন পরিচালনা করা হচ্ছে। ১৯৪৮ সালে জবর দখল করে অন্যায় ভাবে ইসরাইল নামক রাষ্ট্র প্রতিষ্ঠানের পর থেকে বর্তম,ান সময় পর্যন্ত গত সাত অক্টোবরের পর ফিলিস্তিনিদের উপর যে ভাবে নির্যাতন এবং গণহত্যা পরিচালনা করা হচ্ছে তা বিরল। গতকালও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ হতে রক্ষায় গণহত্যা ও গাজায় বেসামরিক লোকদের হত্যা বন্ধের আহবান জানিয়েছেন। দক্ষিন গাজায় ইসরাইলি সেনা কর্মকর্তা সহ তিন সেনা সদস্যদের নিহত হওয়ার পর থেকে দখলদার বাহিনী দক্ষিন গাজার সর্বত্র মারমুখি অভিযান পরিচালনা করছে এবং হত্যা সহ গণগ্রেফতার অভিযান পরিচালনা করছে। এদিকে জাতিসংঘ আবারও রাফায় হত্যাযজ্ঞ পরিচালনার জন্য উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের পক্ষ হতে বলা হয়েছে ইসরাইলি আক্রমনে গাজা দৃশ্যতঃ বসবাসের অনপোযোগী হয়ে পড়েছে। গাজার প্রতিটি প্রান্তে চরম মানবিক বিপর্যয় বিরাজ করছে। প্রতিজন ফিলিস্তিনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। একদিকে একদিকে গুলি বোমা হতে জীবন বাঁচানোর প্রচেষ্টা অন্যদিকে খাদ্য ও চিকিৎসাহীনতা গাজাকে মৃত্যুকুপে পরিনত করেছে। এদিকে দক্ষিন আফ্রিকা আন্তর্জাতিক আদালত মামলা দায়েরের পর এবার রাফায় গণহত্যা বন্ধে জাতিসংঘে নির্দেশনা কামনা করে আবেদন করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত পাঁচ মাসের ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা আঠাশ হাজারে ছুইতে চাইছে। ইসরাইলি বাহিনীর হামলায় ুিুনহত আঠাশ হাজারকে টপকাতে পারে যদি আহত ও নানন ধরনের রোগে আক্রান্তদেরকে যথাযথ চিকিৎসা প্রদান করা হনা হয়। গাজাকে বলা যায় পুরোপুরি দুির্ভক্ষের কবলে, টাকা থাকলেও পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে না। অপ্রাপ্ত বয়স্ক পশু জবাই দিয়ে সেই মাংস রান্না কের খাচ্ছে গাজা বাসি। এদিকে হিজবুল্লাহ যোদ্ধারা আবারও হুশিয়ারী উচ্চারন করে বলেছেন যতক্ষন যতক্ষণ না দখলদার বাহিনী গাজায় হামলা পরিচালনা করবে ততোক্ষন আমাদের হামলা চলবে। সাগরে হুতি যোদ্ধাদের অবস্থান হামলা মুখি। হামাসের পক্ষ হতে বলা হয়েছে প্রয়োজনে দখলদার ইসরাইলি বাহিনীর সাথে হাজার বছর ধরে হামাস তথা ফিলিস্তিনিবরা যুদ্ধ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com