প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি ॥ হাজারো মানুষের অশ্র“সিক্ত নয়নে চির নিদ্রায় শায়িত হলেন প্রতাপনগরের কোরআনের হাফেজ আনাছ বিল্লাহ সহ দুই জন। ৫ আগষ্ট সোমবার প্রতাপনগর শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিজয় মিছিল লক্ষ্য করে ছোড়া গুলিতে নিহত হন প্রতাপনগরের কুড়িকাহুনিয়া গ্রামের আরেজ মোড়লের প্ত্রু পবিত্র কোরানের হাফেজ আনাছ বিল্লাহ (১৬), কল্যাণপুর গ্রামের নুর হোসেন ঘোরামীর পুত্র আবুল বাশার আদম (১৬) হিজলিয়া গ্রামের আব্দুর রহিম সরদারের পুত্র আলম হোসেন সরদার (৪০) উল্লেখিত তিনজনকে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল জোহর নামাযের পর প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসা মাঠে হাফেজ আনাচ বিল্লাহ জানাজা নামাজ পূর্বে বক্তব্য রাখেন কলিমাখালি আজিজিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ সোহরাব হোসেন, প্রতাপনগর আল-আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ প্রমূখ। জানাযায় এলাকার হাফেজ কোরআন আলেমেদ্বীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কর্মচারী সহ সর্বস্তরের প্রায় ৩ সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এছাড়া আবুল বাশার আদম ও আলম হোসেন সরদার কে তাদের স্ব স্ব বাড়ি এলাকায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য ৫ আগষ্ট বিজয় মিছিলে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে মুহুর মুহুর গুলি করে তিন জন শিক্ষার্থী নিহত করা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসীর গণপিটুনিতে আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, জাহাঙ্গীর, আসিব, শাকের, সজীব, শাহিনের মৃত্যু হয়। গতকাল তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।