স্টাফ রিপোর্টার \ হাজারো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় চির বিদায় নিলেন তৈয়ব হাসান শামসুজ্জামান বাবুর মা সৈয়দা খানম (৯০)। গতকাল শুক্রবার পবিত্র মাহে রমজানের শেষ জুম্মা নামাজের পর ২টা ১৫ মিনিটে স্টেডিয়াম মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে অংশগ্রহণ করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মসজিদে কুবার কোষাধক্ষ্য মোঃ আব্দুল করিম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ উল্লেখযোগ্য পরিমাণ সাধারণ মুসল্লিগণ। জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়। মরহুমার জানাজার নামাজ পড়ান বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম আব্দুল খালেক।