আলমগীর হুসাইন বৈকারী থেকে\ হাত ছেড়ে দিয়ে মটর সাইকেল চালানোর খেসারাতে ১ জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সসদর উপজেলার কুশখালী ইউনিয়নের শিকড়ী ছয়কুা নামক স্থানের ইমোন ভাটার সামনে। ঘটনার বিবরনে প্রতক্ষদর্শী সূত্রে জানা যায় যে, দুপুর ১টার দিকে বৈকারী গ্রামের হাফিজুলের ছেলে আকাশ (২০), একই গ্রামের জহুরুলের ছেলে মুন্না ও খায়রুলের ছেলে জাকির মনের সুখের বসে নিজেকে অনেক পারদর্শী জাহির করতে হাত ছেড়ে দিয়ে মটর সাইকেল চালাচ্ছিল। শিকড়ী ইমোন ভাটার সামনে পৌছালে শিকড়ী মাঠপাড়া এলাকার নছিরুদ্দীনের ছেলে আবুল হোসেন বাই সাইকেল যোগে মাঠে যাচ্ছিল এমন সময় ওদের এলোপাতাড়ী চালানোতে তারা বাই সাইকেলে ধাক্কা মারলে তারা সকলেই গাড়ী থেকে ছটকে পড়ে এবং গুরুতর আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা তাদেও দ্রুত উদ্ধার করে তাদের কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে এবং সেখানে আবুল হোসেন নামের বাই সাইকেল চালক মৃত্যু বরণ করে। বাকীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। উলেখ্য গত তিন বছর আগে একই রাস্তায় আবুল হোসেনের ছেলে স্কুল থেকে বাড়ী যাওয়ার পথে সড়ক দূঘটনায় নিহত হয়। তবে হাত ছেড়ে দিয়ে গাড়ী চালনোর খেসারাত হিসাবে এমনটি ঘটেছে বলে মনে করেন এলাকাবাসী।