দেবহাটা অফিস \ দেবহাটার হাদিপুর শেখ পাড়ায় বসতঘর ভাংচুর এর ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ গতকাল মৃত শেখ বাবর আলীর পুত্র শেখ রাশেদ আলী ও মৃত শেখ মোহাম্মদ আলীর পুত্র আব্দুল হামিদকে গ্রেফতার করেছে। মামলা সূত্রে জানাযায় হাদিপুর গ্রামে নলতার জাহিদুল হাসান হাদিপুরের জাহিরুল হাসানের নিকট হতে ক্রয় করা বসতবাড়ীতে জাহিরুল হাসানের কেয়ারটেকার হিসেবে ওলিউর রহমান পরিবার নিয়ে বসবাস করে আসছিল। গত রবিবার শেখ রাশেদ আলী ও আব্দুল হামিদ দলবল নিয়ে বসত ঘর, ও প্রাচীর ভাংচুর ও লুটপাট করলে মালিক জাহিরুল হাসান বাদী হয়ে দেবহাটা থানায় মামলা করলে পুলিশ আসামীদের গ্রেফতার করে।