বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে হাবিবপুরে মিনি নাইট ৪ দলীয় ক্রিকেট লীগ—২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার পবিত্র ঈদুল ফিতরের দিন রাত ৮ টা থেকে মধ্যরাত পর্যন্ত হাবিবপুর একতা যুব সংঘ আয়োজিত হাবিবপুর উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এলাকা ও বিভিন্ন এলাকা থেকে আগত ক্রীড়াপ্রেমী দর্শক শ্রোতাবৃন্দের উপস্থিতিতে উদ্বোধনীয় খেলায় গোল্ডেন স্ট্রাইকারস বনাম রেড গ্রীন ক্রিকেট একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রথম রংধনু ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে ৭ ওভারে ৭৮ রান করে জবাবে রেড গ্রিন ক্রিকেট একাদশ ১ বল হাতে রেখে ৭ ওভার ৫ বল খেলে ৭৯ রান করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলায় সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ জামাত আলী গাজী এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে খেলাটি উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোঃ হাবিবুর রহমান অনিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক ক্রিড়ায়া ব্যক্তিত্ব মোঃ মনির আহমেদ, সাংবাদিক এস এম জাকির হোসেন, বাগেরহাট খানজাহান আলী ডিগ্রী কলেজের শিক্ষক মোঃ আল ফারুক আহমেদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাহিন আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান, শিক্ষক মোঃ ইয়াছিনুর রহমান, শিক্ষক মোঃ ইমরানুর রহমান ইমরান, মোঃ আব্দুল করিম, আবুল ফারা আবু প্রমুখ। খেলাটিতে আম্প্যায়ারের দায়িত্ব পালন করেন মানিক ও শরিফুল ইসলাম। ধারাভাষ্যয় ছিলেন মোঃ রবিউল ইসলাম সবুজ ও আলীনোকি। স্কোরের দায়িত্ব ছিলেন মোঃ মুরাদ আহমেদ ও মোঃ আব্দুর রহিম।