এফএনএস স্পোর্টস: আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ। দলের অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করেন, শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরীর অন্তভুর্ক্তিতে লাল—সবুজদের স্কোয়াড আরও শক্তিশালী হয়েছে। ভারতীয় গণমাধ্যমের চোখেও বাংলাদেশের দল এবার বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আগামী ২৫ মার্চ ভারতের মাটিতে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচের এখনও এক মাসেরও বেশি সময় বাকি থাকলেও, এখনই রোমাঞ্চিত জামাল ভূঁইয়া। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মানুষ আমাকে বলছে, ভারতের সঙ্গে জিততে হবে। আমি এটা ব্যক্তিগতভাবে নিয়েছি। ভারতের মাঠে খেলা, তবে আমরা ভালো করতে চাই। ইনশাআল্লাহ, তিন পয়েন্ট নিয়ে ফিরব।” বাংলাদেশ দলে হামজা চৌধুরীর অন্তভুর্ক্তি ব্যাপক সাড়া ফেলেছে। ব্রিটিশ—বাংলাদেশি এই মিডফিল্ডার ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে জাতীয় দলে যোগ দিচ্ছেন। জামাল ভূঁইয়া মনে করেন, এই অন্তভুর্ক্তি দলের জন্য বাড়তি শক্তি এনে দেবে। তিনি বলেন, “হামজা যোগ দেওয়ায় এটি এখন আমাদের অন্যতম সেরা দল। আমরা সবাই তার জন্য অপেক্ষা করছি, যদিও তিনি ক্যাম্পে একটু দেরিতে যোগ দেবেন।” ভারতের বিপক্ষে লড়াই সবসময়ই উত্তেজনাপূর্ণ। জামাল মনে করেন, ভারতের মাটিতে খেলা হওয়ায় জয় পাওয়া সহজ হবে না, তবে সম্ভাবনা ফিফটি—ফিফটি। তিনি বলেন, “ভারতের মাঠে তাদের বিপক্ষে জয় পাওয়া কঠিন। তবে আমাদের দল প্রস্তুত এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব।” জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে জামাল ভূঁইয়া। দীর্ঘদিন পর তিনি মাঠে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে। এবার তিনি ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলবেন। নতুন ক্লাবের হয়ে নিজের সেরাটা দিতে চান এই মিডফিল্ডার। ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আরেফ জানান, তারা আরও কয়েকজন ফুটবলার দলে নিতে চান, বিশেষ করে স্ট্রাইকার পজিশনে। ক্লাবের প্রত্যাশা, দ্বিতীয় পর্বে আরও ভালো পারফর্ম করবে দল। এশিয়ান কাপ বাছাইপর্বের এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতকে হারাতে পারলে শুধু তিন পয়েন্টই নয়, মনোবলও বেড়ে যাবে পুরো দলের। এখন দেখার বিষয়, হামজা চৌধুরীর অন্তভুর্ক্তি কতটা প্রভাব ফেলতে পারে এবং বাংলাদেশ কেমন পারফর্ম করে ভারতের মাঠে।