দেবহাটা অফিস \ দেবহাটার ঘলঘলিয়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র ব্যবসায়ী সরফরাজ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন একই গ্রামের বাকি বিলাহ দা দিয়ে আমার সহ আমার পরিবারের অপরাপর সদস্যদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ঘটনার মোড় ভিন্ন খাতে প্রবাহিত করতে তার পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি হয়ে থানায় মিথ্যা অভিযোগ সহ বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা সংবাদ সরবরাহ করেছে। লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন আমাদের দুই তলা ঘরের টিনের বক্সে ২ লক্ষ টাকা রাখা ছিল। আমার পিতা আনোয়ার হোসেনের প্রয়োজন হলে বক্সে টাকার ব্যাগ নেই পরবর্তীতে আছমা খাতুন লোকজনের সাথে বলেন জিনে তাদের বাড়ীতে ২ লক্ষ টাকা রেখে গেছে। পরবর্তীতে আমরা জানতে চাইলে অস্বীকার করে। উক্ত চুরির টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েও তালবাহনা করে পরবর্তীতে তাদের পুত্র বাকিবিলাহ দা নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং আহত করে।