শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

হামাসের শর্ত মেনেই যুদ্ধ বিরতি আলোচনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ দখলদার ইসরাইল নিজের ব্যর্থতা মাথায় নিয়ে হামাসের শর্ত মেনেই যুদ্ধ বিরতির প্রস্তাবে মনোনিবেশ করেছে। দীর্ঘ সাত মাসের অধিক সময় যাবৎ দখলদার ইসরাইলি বাহিনীর সদস্য সামান্য ভু-খন্ডের অধিকারী গাজা উপত্যকায় তন্ন তন্ন করে অভিযান পরিচালনা করেও একজন পনবন্দীকেও উদ্ধার করতে পারেনি অন্য দিকে পনবন্দীরা যে বেঁচে আছে সেটা নিশ্চিত হয়েছে দখলদার ইসরাইল সরকার ও দখলদার বাহিনী। প্রতিদিনই দখলদার সেনা ও হামাস যোদ্ধাদের মুখোমুখি যুদ্ধ এবং দখলদার বাহিনীর হতাহতের ঘটনা ইসরাইলিদের মাঝে ভয় আতঙ্ক উদ্বেগ এর জন্ম নেয়। গাজায় যুদ্ধরত সেনা সদস্যদের মাঝে ও যুদ্ধ অনিহা পরিবেশের সৃষ্টি হয়, অন্যদিকে গাজা যুদ্ধে স্পষ্ট ভাবেই দখলদার ইসরাইলের ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়। গতকাল কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় প্রকাশিত খবরা খবরে বলা হয়েছে কাতার ও মিশরের মধ্যস্থতায় পুনরায় হামাস ইসরাইলের সাথে যুদ্ধ বিরতি প্রস্তাব বিষয়ে আলোচনা শুরু হয়েছে আর উক্ত আলোচনা হামাসের শর্ত অনুযায়ী অর্থাৎ গাজা হতে ইসরাইলি সেনাদের প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধ বিরতি করতে হবে। এদিকে গতকাল ও ইসরাইলের রাজধানী তেল আবিবে লাখো ইসরাইলি সমাবেশ করেছে, সমাবেশ হতে ইসরাইলিরা নেতানিয়াহু সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন এবং অবিলম্বে ইসরাইলি পণ বন্দীদের মুক্ত করতে হবে এমন প্লাকার্ড বহন করছিল লাখ লাখ ইসরাইলিরা। দখলদার ইসরাইলি বাহিনীর সাথে অব্যাহত যুদ্ধে গাজায় হামাস যোদ্ধারা বর্তমান সময় গুলোতে এতটুকু আশাবাদী যে আগামী দিন গুলোতে দখলদার ইসরাইলি বাহিনীকে মোকাবিলা করার যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে। এদিকে হামাসের হাতে বন্দী থাকা দুই ইসরাইলি পন বন্দীর ভিডিও প্রকাশ করেছে হামাস যোদ্ধারা। চলতি সপ্তাহে এই নিয়ে দুইবার দুই দুই করে চার পন বন্দীর ভিডিও প্রকাশ করলো হামাস যোদ্ধারা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব বিদ্যালয় গুলোতে গতকালও ব্যাপক ভিত্তিক ছাত্র বিক্ষোভ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব বিদ্যালয়ের ছাত্রদের বক্তব্য অবিলম্বে ইসরাইলের বর্বরতা বদ্ধ করতে হবে এবং ইসরাইল প্রীতি মার্কিন নীতি হতে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে পিছিয়ে আসতে হবে। এদিকে গতকালও গাজার বিভিন্ন এলাকাতে নিরীহ ইসরাইলিদের উপর বিমান হামলা পরিচালনা করে হত্যাকান্ড ঘটিয়েছে। উত্তর গাজা ও পশ্চিম তীরে দখলদার ইসরাইলি বাহিনীর একের পর এক বিমান হামলা ও স্থল অভিযানের কারনে এমনিতেই উত্তর ও পশ্চিম এলাকা জনমানব শুন্যে পরিনত হয়েছে। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা জানিয়েছে খান ইউনিস ও রাফা শহরে আবারও ইসরাইলি সেনা ও হামাস যোদ্ধাদের মাঝে তুমুল সংঘাতের ঘটনা ঘটেছে। এসময় দখলদার ইসরাইলি বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সেনা হতাহতের শিকার হয়েছে। সর্বাপেক্ষা বেদনাদায়ক ও মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে দখলদার বাহিনী রাফা শহরে। ইসরাইলি বাহিনীর সদস্যরা একই পরিবারের তের জন সদস্যকে বিমানহামলার মাধ্যমে হত্যা করেছে। পশ্চিমা মিডিয়া সহ রয়টার্স ও এএফপি জানিয়েছে দখলদার বাহিনীর হামলায় উক্ত পরিবারের তের সদস্যের মৃত্যু হলেও অলৌকিক ভাবে বেঁচে ফেরেন এক শিশু কন্যা। দখলদার বাহিনী রাফা বাসির বসতবাড়ী হতে ধন সম্পদ লুঠ করে নিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতারের নির্দেশনা দিতে যাচ্ছে এমন প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মিডিয়াগুলো। এদিকে হিজবুল্লাহ যোদ্ধারা আবারও ইসরাইলের ভূ-খন্ডে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে। দখলদার বাহিনী হামাসের সাথে যুদ্ধ বিরতিতে পৌছাক এমনটি মনে করছেন ও ইসরাইলকে পরামর্শ দিয়েছেন দেশটির অন্যতম প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র। খেতে না পাওয়া অভূক্ত ফিলিস্তিনিদের লাশের মিছিল দীর্ঘ হতে দীর্ঘতর হচ্ছে। বিনা চিকিৎসাতে ও ফিলিস্তিনিরা মৃত্যু বরন করছে। গতকালও গাজার বিভিন্ন এলাকাতে ত্রান প্রবেশের গাড়ী অনুপ্রবেশে বাঁধা দিয়েছে দখলদার বাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com