দৃষ্টিপাত ডেস্ক ॥ ইসরাইলি বাহিনী গাজায় হামাস যোদ্ধাদের সাথে যুদ্ধে পিছু হটলেও গুপ্তহামলায় হত্যা করেছে ফিলিস্তীনি হামাস এর মত যোদ্ধাকে কেবল যোদ্ধাবলাই যথেষ্ট নয় হামাসের নীতি নির্ধারক ও সশস্ত্র মাখা কাসেম বিগ্রেডের উপ প্রধান সালেহ আল আরোরী সহ সাত শীর্ষ স্থানীয় হামাস নেতৃত্বকে হত্যা করেছে। লেবাননের রাজধানী বৈরুতের একটি আবাসিক ভবনে তারা অবস্থান করছিলেন। দুর্ধর্ষ ইসরাইলি গোয়েন্দারা তা জেনে যায় এবং মঙ্গলবার গভীর রাতে বিমান হামলায় তাদেরকে হত্যা করা হয়। পশ্চিমা মিডিয়ার খবরে বলা হয়েছে এই হামলায় অত্যাধুনিক ড্রোনের ব্যবহার করে ইসরাইলি বাহিনী। হামাসের শীর্ষ নেতৃত্বকে হত্যা বিষয়ে হামাসের পক্ষ হতে বলা হয়েছে দখলদার ইসরাইলি বাহিনী কতটুকু দেউলিয়া হলে ভিন্ন দেশে অবস্থান রত আমাদের নেতৃত্বকে হত্যা করতে পারে। হামাসের পক্ষ হতে আরও বলা হয়েছে ইসরাইলের এই গুপ্ত হত্যার প্রতিশোধ গ্রহন করতে সামান্যতম দ্বিধা বোধ করবে না হামাস। আমাদের একটি কথা আর তা হলো হয় আমরা মরবো নতুবা দখলদার শত্র“দেরকে মারবো। দখলদার বাহিনী যুদ্ধের ময়দানে না পেরে গোপন হত্যা মিশনে নেমেছে যা তাদের শক্তিহীনতার বহিঃপ্রকাশ। সক্ষমতা আর শক্তি থাকলে ইসরাইলি বাহিনী হামাস যোদ্ধাদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হোক। লেবানন কঠোর হুশিয়ারী উচ্চারন করে বলেছে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে ইসরাইল যে দুঃসাহস দেখিয়েছে অবশ্যই তার খেসারত তাদেরকে দিতে হবে। হামাস যোদ্ধাদের হত্যার পরপরই লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা গত একদিনের ব্যবধানে অন্তত শতাধিক ক্ষেপনাস্ত্র ও দুই শতাধিক রকেট হামলা চালিয়েছে ইসরাইলে এমন হামলা পরিচালনা করেছে হামাস। হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডের পক্ষ হতে পাল্টা প্রতিশোধের অংশ হিসেবে দুইশতাধিক অধিক শক্তিশালী রকেট নিক্ষেপ করেছে। হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড তাদের নিজস্ব টেলিগ্রাম বার্তায় বলেছে আমরা আল মুনছুর ক্ষেপনাস্ত্রের মাধ্যমে ও হামলা পরিচালনা করেছি ইসরাইলে। হামাসের রকেট হামলার পরপরই ইসরাইলের রাজধানী তেল আবিব সহ অপরাপর শহর গুলোতে ইসরাইল সাইরেন বাঁজাতে থাকে এ সময় সাধারণ ফিলিস্তীনিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যে যার কাজ ফেলে নিরাপদ গন্তব্যে ও আশ্রয়স্থলে ছুটতে থাকে। এদিকে হামাস যোদ্ধারা গাজার খান ইউনিসের পাশাপাশি দক্ষিন অঞ্চলের কয়েকটি এলাকা হতে দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যদেরকে বিতাড়িত করেছে। সপ্তাহ ব্যাপী ইসরাইলি বাহিনী খান ইউনিস হতে বিতাড়িত হয়ে শক্তি সঞ্চয় করে খান ইউনিসের নিয়ন্ত্রন গ্রহন করার চেষ্টা করলেও হামাসের কঠোর প্রতিরোধে তারা স্ব অবস্থানে অবস্থান করছে। লোহিত সাগরে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ জোটভূক্ত দশটি দেশ অস্থির সময় পার করছে। লোহিত ও ভূমধ্যসাগরে তাদের জন্য সামান্য তম সুসংবাদ আনছে না। দশ হুতি যোদ্ধাকে হত্যার পর লোহিত সাগরে ইরানী যুদ্ধ জাহাজ অবস্থান নিলে তার পর মার্কিন রনতরী লোহিত সাগর এলাকা ত্যাগ করেছে। গতকাল পশ্চিমা মিডিয়াগুলোর খবরে লোহিত সাগর হতে মার্কিন রনতরি স্থান ত্যাগ করেছে। হুতি যোদ্ধাদের অবস্থানের কোন ধরনের পরিবর্তন ঘটেনি। গত দুই সপ্তাহ যাবৎ ইসরাইলি গামী কোন জাহাজ লোহিত সাগরে যেমন প্রবেশ করেনি অনুরুপ ভাবে পশ্চিমা কোন জাহাজ ও লোহিত ও ভূমধ্যসাগরে প্রবেশ করেনি। ইরানী যুদ্ধ জাহাজ লোহিত সাগরে অবস্থান নেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। ইরানের রনতরীর পাশাপাশি লোহিত সাগরে চীনের তিনটি যুদ্ধ জাহাজ হামাস ইসরাইল যুদ্ধ শুরু থেকে অবস্থান নিয়েছে। এদিকে গতকাল ইসরাইলি বাহিনী গাজার হাসপাতালে আবারও মিসাইল হামলা চালিয়েছে। এমনিতেই গাজার চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। গাজাবাসী ভেঙ্গেপড়া ধ্বংস হওয়া হাসপাতাল গুলোতে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা গ্রহন করছে এরই মধ্যে ইসরাইলি বাহিনী বর্বরোচিত ভাবে গাজার হাসপাতালে বোমা হামলা চালিয়েছে। ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তীনিদের উপর নির্মম নির্যাতন পরিচালনা করছে দখলদার ইসরাইলি বাহিনী বিশেষ করে ফিলিস্তীনি কিশোর ও কিশোরী বন্দীদের উপর নির্যাতনের মাত্রা সর্বাধিক বিস্তৃত করেছে। প্রতিদিনই নিরীহ ইসরাইলিদের হত্যার পাশাপাশি গনহারে গ্রেফতার করছে। গত দুইদিন পূর্বে ইসরাইলি কারাগারের কারাবন্দীদের অমানুষিক নির্যাতনে এক বন্দী ফিলিস্তীনির মৃত্যুর ঘটনা ঘটেছে। হামাসের পক্ষ হতে বন্দী হত্যার নিন্দা এবং প্রতিশোধ গ্রহনের ঘোষনা দেওয়া হয়েছে। এদিকে গতকাল ইসরাইলি বাহিনী গাজার আশ্রয় শিবিরে ব্যাপক ভাবে হামলা চালিয়ে শতাধিক আশ্রয় প্রার্থী ফিলিস্তীনিকে হত্যা করেছে। গতকাল পুরোগাজা উপত্যকায় শোকাহত পরিবেশের অবতরনা ঘটেছে। ইসরাইলি বিমান হামলায় হামাস নেতাদের হত্যা কোন ভাবেই মানতে পারছে না গাজাবাসি। যে কোন সময়ে ইরান ও লেবানন ইসরাইলে হামলা পরিচালনা করতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে।