দৃষ্টিপাত ডেস্ক ॥ ইসরাইল কেবলমাত্র ফিলিস্তীনিদের হত্যা করছে তা নয়, হামাসের হামলায় দখলদার সেনাদের প্রতিনিয়ত নিহত হওয়ার ঘটনা ঘটছে। গতকাল গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর জন্য ছিল বেদনাময় দিন। হামাস যোদ্ধাদের হামলায় চব্বিশ ইসরাইলি সেনার মৃত্যু ঘটেছে। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার আমাদের সেনাদের জন্য গাজা ছিল ভয়ঙ্কর আর বেদনাময় দিন। এদিনে হামাস সন্ত্রাসীদের হামলায় আমাদের চব্বিশ জন সেনার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। পশ্চিমা মিডিয়ার খবরে বলা হয়েছে খান ইউনিস এলাকাতে ইসরাইলি সেনারা অভিযান পরিচালনা করছিল, খান ইউনিসে হামাসের অন্যতম শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারেব বসতমুখি, ইসরাইলি সেনাদের অভিযানে মূল লক্ষ্য ছিল হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে খুজে বের করা, ইসরাইলি সেনারা গাজা সীমান্ত হতে প্রায় ছয়শত মিটার দুরে অবস্থান করে স্থল অভিযান পরিচালনা করছিল এসময় ইসরাইলি সেনাদেরকে নিরাপত্তা নিশ্চিত করছিল ইসরাইলি সেনা বাহিনীর অত্যাধুনিক একটি ট্রা্কং। একদিকে চলছিল দখলদার বাহিনীর তল্লাশী অভিযান অন্যদিকে হামাস যোদ্ধারা দখলদার বাহিনীকে লক্ষ্য করে হামলা পরিচালনা করছিল। তল্লাশী অভিযান পরিচালনার সময়ে দখলদার ইসরাইলি সেনারা তল্লাশী অভিযান পরিচালনা করা সংলগ্ন একটি ভবনে ও তার আশপাশের এলাকাতে অবস্থান করছিল। এ সময় বিকটশব্দে ভবনটি মাটির সাথে মিশে গেলে ঘটনাস্থলেই চব্বিশজন দখলদার সেনার করুন মৃত্যু ঘটে। অন্য একটি খবরে বলা হয়েছে উল্লেখিত ভবনে ইসরাইলি বাহিনী বিষ্ফরক জমা রাখে হয়তবা উক্ত বিষ্ফরক বিষ্ফরন ঘটে চব্বিশ সেনার মৃত্যু হয়েছে। গত তিন মাসে দখলদার ইসরাইলি বাহিনীর গাজায় হামাস নির্মূল ও ফিলিস্তীনি হত্যার মিশনে এক সাথে এত অধিক সংখ্যক ইসরাইলি সেনার নিহত হওয়ার ঘটনা ঘটেনি। চব্বিশ দখলদার সেনার নিহত হওয়ার ঘটনায় হামাসের জন্য বিশেষ সাফল্য হিসেবে দেখছেন যুদ্ধ সংশ্লিষ্টরা, হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড তাদের নিজস্ব টেলিগ্রাম পোষ্টে লিখেছে গাজার মাটিতে দখলদার ইসরাইলি সেনাদের এমনই পতন ঘটতে থাকবে, হামাস এর পক্ষ হতে আরও বলা হয়েছে ইতিমধ্যে হামাস যোদ্ধাদের হামলায় দখলাদর ইসরাইলি সহস্রাধীক সেনার নিহত হওয়ার ঘটনা ঘটেছে। অবশ্য ইসরাইলের পক্ষ হতে তাদের নিহত সেনা সংখ্যা দুই শতাধিক বলে জানিয়েছে। গতকাল গাজায় নিহত সেনাদের নাম ও তাদের ছবি প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক দিকে গাজায় হামাসের হাতে বন্দী ইসরাইলিদের মুক্ত করা যাচ্ছে না অন্যদিকে একের পর এক ইসরাইলি সেনাদের নিহত হওয়ার ঘটনায় ইসরাইলিদের মাঝে ক্ষোভ আর হতাশা বিরাজ করছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে গত তিন মাস যাবৎ ইসরাইলের রাজধানী তেল আবিব সহ অপরাপর শহরে বিক্ষোভ চলছে তো চলছেই। চব্বিশ সেনার নিহত হওয়ার খবরে গতকাল সাধারন ইসরাইলিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময়ে ইসরাইলি ভূ-খন্ডে আবারও হামাস হামলা পরিচালনা করতে পারে এমন আতঙ্কে দিন কাটছে ইসরাইলিদের। এদিকে সাগর নিরাপদ করা যাচ্ছে না। সাগরে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র সংশ্লিস্ট জাহাজ গুলোতে হামলা চলছে তো চলছেই। আর জাহাজ আটক ও হামলার মুল ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের হত্যাকান্ডের জন্য। যে কারনে হুতি বিদ্রোহীদের ঘোষনা যতদিন পর্যন্ত ইসরাইল ফিলিস্তিনি হামলা বনধ না করবে ততোদিন পর্যন্ত সাগরে ইসরাইল সহ মার্কিন যুক্তরাষ্ট্র সংপৃক্ত জাহাজ গুলোকে আটকানো হবে অথবা হামলা করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও বৃটেন আবারও হুতি বিদ্রোহীদেরকে নির্মূল করনে হামলা পরিচালনা করেছে। হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য ও সনাক্ত করে অন্তত আটটি স্থানে হামলা পরিচালনা করে মার্কিন যুক্তরাষ্ট্র ও বৃটেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শাখা পেন্টাগন জানিয়েছে হুতি সন্ত্রাসীদের অস্ত্র ভান্ডার, অবস্থান এবং তাদের ভুগর্ভস্থ অবস্থানের উপর ও হামলা পরিচালনা করে। উল্লেখ্য হুতি বিদ্রোহীরা সাগরে এতটুকু শক্তিশালী ও সক্ষম যে তাদের কারনে মার্কিন যুক্তরাষ্ট্র সহ জোটভূক্ত দেশগুলোর জাহাজ লোহিত সাগর দিয়ে চলাচল করতে পারছে না। হুতি বিদ্রোহীরা অন্তত ত্রিশ বার জাহাজে হামলা চালিয়েছে। এবং তাদের হামলায় বিপর্যস্থ, এবং সর্বশেষ লোহিত সাগরে বন্ধ করেছে পশ্চিমা জাহাজ চলাচল। এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনতানিজ নেতানিয়াহু বলেছে ইসরাইল অবশ্যই গাজা যুদ্ধে সফল হবে এবং হামাস সন্ত্রাসীদের নির্মূল করবে। এদিকে গতকাল ইসরাইলের প্রধানমন্ত্রী বেন তামিজ নেতানিয়াহুর বাড়ীর সামনে বিক্ষোভ দেখিয়েছে ইসরাইলীরা তাদের দাবী অবিলম্বে হামাসের হাতে বন্দী ইসরাইলিদের নিরাপদে মুক্ত করা। এদিকে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা গতকাল একটি সংবাদ পরিবেশন করেছে, পরিবেশিত সংবাদে বলা হয়েছে ইসরাইলের পক্ষ হতে হামাসকে প্রস্তাব দেওয়া হয়েছে যে তাদের হাতে আটক সকল ইসরাইলিকে মুক্তি দিলে ইসরাইল দুই মাসের জন্য যুদ্ধ বিরতি কার্যকর করবে। হামাসের পক্ষ হতে এই প্রস্তাবকে নাকোচ করে বলা হয়েছে ইসরাইলের সাথে কোন আলোচনা নয়। এদিকে ইসরাইল আবারও লেবাননে বিমান হামলা সহ ক্ষেপনাস্ত্র হামলা পরিচালনা করেছে। দক্ষিন লেবাননের প্রত্যন্ত গ্রামে হামলার বিষয়ে ইসরাইলের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে গ্রামগুলোতে সন্ত্রাসীরা অবস্থান করছে জানতে পেরে হামলা করা হয়। গতকালও হাসপাতাল ও আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে। সৌদি আরব ও ইরানের পক্ষ হতে অবিলম্বে গাজায় হামলা পরিচালনা বন্ধ করার আহবান জানানো হয়েছে।