আবু ধাবি টি—টেন লিগে হ্যাটট্রিক হারের স্বাদ পেয়েছে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। গতকাল শনিবার ইউপি নবাবের কাছে ৭ উইকেটে হেরেছে তারা। এই মুহুর্তে ৭ ম্যাচে ৫ হার ও মাত্র ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৯ এ অবস্থান করছে বাংলা টাইগার্স। শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলা টাইগার্স। ৪৪ রানের ওপেনিং জুটি ভেঙে ২৪ রান করে আউট হন হজরতউল্লাহ জাজাই। তাইমল মিলসের জোড়া আঘাতে শূন্য রানে ফিরে যান লিয়াম লিভিংস্টোন ও দাসুন শানাকা। দলের দুই ইনফর্ম ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলা টাইগার্স। তারপর মোহাম্মদ শাহজাদের সাথে দলের হাল ধরেন ইফতিখার আহমেদ। এই দুই জনের ২৪ বলে ৪২ রানের জুটিতে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে বাংলাদেশ টাইগার্স। ইফতিখার করেন ২৫ বলে ২৭ রান। শাহজাদ অপরাজিত থাকেন ২৩ রানে। অন্যদিকে বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান ইনিংস শেষ হওয়ার ১ বল আগে ব্যাটিংয়ে নামলেও রান করতে পারেনি। ইউপি নবাবস ৮৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামলে ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন সাকিব। তার ব্যাক্তিগত প্রথম ওভারে আভিস্কা ফার্নান্দোর একটি বাউন্ডারিতে মোট ৮ রান দেন সাকিব। চতুর্থ ওভারে আবারো বোলিংয়ে আসেন অধিনায়ক। এবারো দুই ব্যাটার আভিস্কা ফার্নান্দো এবং আন্দ্রে ফ্লেচার সাকিবকে খেলেন রক্ষণাত্মকভাবে। চার সিঙ্গেলে সাকিবের ব্যক্তিগত দ্বিতীয় ওভার থেকে তারা নিতে পারেন মাত্র ৪ রান। মোট ২ ওভার বোলিং করে ১২ রান খরচা করে কোনো উইকেট নিতে পারেননি সাকিব আল হাসান। আভিস্কা ফার্নান্দো ১৬ বলে ৩৬ করে আউট হলে ফ্লেচার ও নাজিবুল্লাহর ব্যাটে জয়ের লক্ষে পৌছে যায় ইউপি নবাবস। ১২ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় পেয়ে যায় তারা।