সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

হারের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের শাস্তি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: একে তো বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হারের তিক্ততা। সেই রেশ না কাটতেই যোগ হলো শাস্তি। জিম্বাবুয়ের বিপক্ষে মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটারদের। নির্ধারিত সময়ে তিন ওভার কম করায় ম্যাচ ফির ৬০ শতাংশ কাটা হয়েছে ক্যারিবিয়ানদের। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি রোববার বিবৃতিতে এই শাস্তির কথা জানায়। আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। ম্যাচ রেফারি মোহাম্মদ জাভেদের কাছে দায় স্বীকার করে শাস্তি মেনে নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। এতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। হারের স্পোর্টস ক্লাবে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ৩৫ রানে হারে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের ২৬৮ রান তাড়ায় ২৩৩ রানে গুটিয়ে যায় দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ‘এ’ গ্রæপ থেকে অবশ্য সুপার সিক্স নিশ্চিত করেছে তারা। তবে গ্রæপ পর্বের পয়েন্ট সামনের জন্য খুব গুরুত্বপূর্ণ। গ্রæপ থেকে যে দলগুলি সুপার সিক্সে উঠছে, তাদের বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া পয়েন্ট যোগ হবে সুপার সিক্সে। ‘এ’ গ্রæপ থেকে সুপার সিক্স নিশ্চিত করা ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে জিম্বাবুয়ে। সুপার সিক্সে তাই তাদের সঙ্গী পূর্ণ ৪ পয়েন্ট। ডাচদের বিপক্ষে জিতলে ২ পয়েন্ট সঙ্গী হবে ক্যারিবিয়ানদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com