শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান শ্যামনগরে পানি সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ শ্যামনগরে সুপেয় পানির আরও প্লান্ট উদ্বোধন করলেন ইউএনও রনী খাতুন জলাভূমির অস্তিত্ব বিপন্ন হতে দেওয়া যাবে না কর্মশালায় অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান শিবপুর ও কুশখালীর জলাবদ্ধতা এলাকা পরিদর্শনে সদর ইউএনও আশাশুনিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনিতে শাক—সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা নতুন নির্বাচনী সামগ্রীতে এয়োদশ সংসদ নির্বাচন ## প্রয়োজনের অতিরিক্ত মালামাল কেনায় নিরুৎসাহিত এবং ব্যয় সংকোচনের পরামর্শ কমিশনের ## তিন লাখ ভোট কক্ষের জন্য ৭০ ধরণের সামগ্রী, সময় লাগবে ৬—৭ মাস ## দ্বাদশ সংসদের বেশির ভাগ মালামাল ব্যবহারে অনুপযোগী জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান আজ

হালান্ডের জোড়া গোলে উল্ফসবার্গকে বড় ব্যবধানে হারালো ডর্টমুন্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

এফএনএস স্পোর্টস: আর্লিং ব্রট হালান্ডের জোড়া গোলে শনিবার বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ড ৬-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে উল্ফসবার্গকে। সপ্তাহের শেষভাগে শীর্ষধারী বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ডর্টমুন্ড। ২১ বছর বয়সি হালান্ড আগের ৫ ম্যাচে গোল করতে না পারলেও শনিবার জোড়া গোল করেন ডর্টমুন্ডের হয়ে। অবশ্য এই মৌসুম শেষেই ক্লাবটি তিনি ছেড়ে যাবেন বলো জোর গুজব রয়েছে। পায়ে চোট পাওয়ার আগে তার দক্ষতা ছিল আরো চিত্তাকর্ষক। ডর্টমুন্ডের কোচ মার্কো রোজি বলেন, ‘ক্রমেই সে আরো ভালো করছে। যদিও এখনো ব্যথা অনুভব করছেন, তাররপরও আজ তিনি প্রমান করেছেন যে ওই ব্যথা সহনীয় পর্যায়ে আছে। দলগত ভালো প্রদর্শনীর দিনে তার পরফর্মেন্স ছিল খুবই ভালো।’ পয়েন্ট তালিকার মাঝখানে থাকা উল্ফসবার্গের বিপক্ষে এই জয়টি তালিকার দ্বিতীয় স্থানধারী ডর্টমুন্ডকে টেবিল টপার বায়ার্নের সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধানে পৌঁছে দিয়েছে। রৌদ্রোজ্জল সিগনাল ইডুনা পার্কে ৭৯ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত ম্যাচের ১৪ মিনিটের এক স্পেলে ৫ গোল আদায় করে ডর্টমুন্ড। ম্যাচের ২৪ মিনিটে গোলের খাতা খুলেন বুন্দেসলিগায় স্বপ্নিল এক অভিষেক পাওয়া ১৭ বছর বয়সি টম রোথে। জার্মানি অনুর্ধ ১৯ দলের এই ডিফেন্ডার র্কর্নার থেকে গোলটি আদায় করেন। এর পরপরই বেশ দ্রুততম সময়ের মধ্যে আরো চারটি গোল করে ডর্টমুন্ড। দুই মিনিট পর অ্যাক্সেল উইটসেল সফরকারী গোল রক্ষক কোয়েন ক্যাস্টিলসের পায়ের নিচ দিয়ে লক্ষ্য ভেদ করেন। আরো দুই মিনিট বিরতি দিয়ে ২৮ মিনিটে ফ্রিকিকের একটি বল টোকা দিয়ে জালে পাঠিয়ে দেন ম্যানুয়েল আকানজি। ক্ষনিক বিরতির পর ফের ভেংগে পড়ে উল্ফসবার্গের রক্ষন। ৩৫মিনিটে এমরে ক্যান দূর পাল­ার শটে গোল করেন। ৩ মিনিট পর মার্কো রেউজের যোগান থেকে গোল করেন হ্যালান্ড। বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে সফরকারীদের জালে ফের বল পাঠিয়ে ডর্টমুন্ডকে ৬-০ ব্যবধানে পৌঁছে দেন হ্যালান্ড। ম্যাচের ৮২ মিনিটে উল্ফসবার্গের হয়ে একমাত্র গোলটি পরিশোধ করেন রিডলে বাকু (জরফষব ইধশঁ)। শনিবার অনুষ্ঠিত বুন্দেসলিগার অন্য ম্যাচে ফ্রেইবার্গ ৩-০ গোলে ভিএফএল বুচম, হার্তা বার্লিন ১-০ গোল আশবার্গ এবং কোলন ৩-১ গোলে বরুশিয়া মুনশেনগ্লাবাখের বিপক্ষে জয়লাভ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com