এফএনএস: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শারীরিক চেকআপের জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেল সোয়া ৪টার দিকে গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। বিকেল ৫টার দিকে তার গাড়িবহর হাসপাতালে পৌঁছায়। এর আগে গত মঙ্গলবার রাতে খালেদা জিয়ার চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডামকে শারীরিক চেকআপের জন্য গতকাল বুধবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। গত মঙ্গলবার রাতে তার চিকিৎসকরা এ সিদ্ধান্ত দিয়েছেন। এর আগে টানা ৮০ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গত ১ ফেব্র“য়ারি রাতে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি তার গুলশানের বাসভবন ‘ফিরোজ ‘য় অবস্থান করছিলেন।