এফএনএস স্পোর্টস: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন ভানিন্দু হাসরাঙ্গা। আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে শ্রীলঙ্কার এই লেগ স্পিনারকে। নেদারল্যান্ডসের বিপক্ষে সুপার সিক্সে গত শুক্রবারের ম্যাচে ওই কাÐ ঘটান হাসরাঙ্গা। ম্যাচে তার দল জেতে ২১ রানে। বল হাতে ২ উইকেট নেওয়া হাসরাঙ্গা ব্যাটিংয়ে করেন ২১ বলে ২০। আউট হয়ে ফেরার পথে মেজাজ হারান তিনি। আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট দিয়ে বাউন্ডারি স্কার্টিংয়ে আঘাত করে বসেন। শাস্তি পেলেন ওই ঘটনার জন্যই। তিরস্কারের সঙ্গে হাসরাঙ্গার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে যা তার দ্বিতীয়। ম্যাচ রেফারি শহিদ ওয়াদভাল্লার কাছে নিজের ভুল স্বীকার করে নেন হাসরাঙ্গা। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।