কেশবপুর ব্যুরো \ কেশবপুর থানাধীন হাসানপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ডে ১৬ মার্চ মমিনপুর গ্রামে ইউনিয়ন জামাত ইসলামি আমির মাওঃ ইলিয়াসুর রহমান এর সভাপতিত্ব মমিনপুর ফুটবল মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথী হিসেবে আলোচনা করেন যশোর জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ও কেশবপুর সাবেক আমির মাওলানা আব্দুস সামাদ। বিশেষ অতিথী হিসেবে আলোচনা করেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সাধারণ সম্পাদক জেলা কর্ম পরিষদের সদস্য, কেন্দ্রীয় নেতা মমিনপুরের কৃতি সন্তান সাইদুর রহমান সাইদ। আর বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা জামায়াতের পেশাজীবী সভাপতি এ্যাডভেকেট ওজিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন মাও: রফিকুল ইসলাম, তদারকি মা: হাফিজুর রহমান, মাও: আফসার উদ্দীন, মাওঃ ফজলুর রহমান মাও: আ: কাদের, মাও: নাজমুস সায়াদাত, মাও: হাফিজুর, মা: আ: রাজ্জাক, যুব বিভাগের সভাপতি এবং সেক্রেটারি মাওঃ সালাউদ্দিন ইউসুফ, সহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ সহ এলাকায় মুসুল্লি ও সুধিজন।