কেশবপুর ব্যুরো \ হাসানপুর কিং মডেল একাডেমী শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন ২৬ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে। হাসানপুর কিং মডেল একাডেমী শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা শিক্ষা ঐক্য জোটের ও হাসানপুর কিং মডেল একাডেমি প্রতিষ্ঠানের সভাপতি সহঃঅধ্যাপক মোঃ আবু হাসান ২৬ ডিসেম্বর সকালে হাসানপুর স্টার কিং মিলনায়তনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১ নং হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ (প্যানেল চেয়ারম্যান ১), বিশেষ অতিথি হিসাবে আলোচনা করে আসাদুজ্জামান স্বপন, সাংবাদিক মোঃ নাছির উদ্দীন, স্টার কিং মডেল একাডেমী প্রধান শিক্ষকা আয়শা সরদার। উক্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানের ৭০ জন ছাত্র ছাত্রীর বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার অংশগ্রহণ করে। অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র—ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ কালে তাদের ভবিষ্যৎ জীবনের লক্ষ্য পূরণের প্রচেষ্টা, সাবলম্বী হওয়া এবং লেখাপড়ায় অগ্রসরতা প্রসঙ্গে নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অভিভাবক ও ছাত্র ছাত্রি সুধিজন প্রমুখ।