আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা সদর ইউনিয়নের হাড়ীভাঙ্গা নাটানা সব্দলপুর কুমারখালী থালনা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্কুল কক্ষে গোপন ব্যালট ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৪১ জন ভোটারের মধ্যে ৩০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করে। নির্বাচনে অভিভাবক সদস্য ৪টি পদের বিপরীতে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীদের মধ্যে মোঃ আছাফুর রহমান চেয়ার প্রতীক নিয়ে ২১১ভোট পেয়ে প্রথম, অমল কুমার সরকার বই প্রতীক নিয়ে ১৮৬ ভোট পেয়ে ২য়, শশ্মান মন্ডল মাছ প্রতীক নিয়ে ১৮৬ ভোট পেয়ে ৩য় এবং তারক চন্দ্র মিস্ত্রী ফুটবল প্রতীক নিয়ে ১৫৯ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার ও অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী সুব্রত মলিক ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ১১৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। উলেখ্য, দুই জন সদস্য প্রার্থী একই ভোট (১৮৬) পাওয়ায় লটারির মাধ্যমে ২য় ও তয় বিজয়ী নির্ধারন করা হয়। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সুচিত্রা বিশ্বাস। নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাসানুজ্জামান এবং সহযোগিতা করেন অফিস সহকারী গোলাম রব্বানী। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রধান শিক্ষক সুকুমার মলিক।