ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের একমাত্র ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৮০ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাট করতে নেমে কেকেআর তুলেছিল ২০০ রানের পুঁজি। জবাবে হায়দরাবাদ থেমেছে ১২০ রান করে। কলকাতার ইডেন গার্ডেনসে টসে জিতে আগে কেকেআরকে ব্যাটিংয়ে পাঠায় সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন ভালো হয়নি কলকাতার। দুই ওপেনার সুনীল নারাইন এবং কুইন্টন ডি কক দ্রæতই সাজঘরে ফিরেছেন। দলের ১৬ রানের মাথাতে বিদায় নেন দুই ওপেনার। ৬ বলে ১ রান করে বিদায় নেন ডি কক। নারাইন আউট হয়েছেন ৭ বলে ৭ রান করে। দুই ওপেনারের বিদায়ে কিছুটা চাপে পড়ে যায় কলকাতা। চাপের সেই পরিস্থিতি সামাল দিয়েছেন অধিনায়ক আজিঙ্কা রাহানে এবং আংক্রিশ রঘুবংশী। দারুণ সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। বন্ধ হয়েছে উইকেটের পতনও। রান এসেছে ভালো গতিতে। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৩ রান তোলে কলকাতা নাইট রাইডার্স। পাওয়ারপ্লে শেষেও সাবলীল ছিলেন রাহানে-রঘুবংশী। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে বড় পুঁজির দিকে এগোতে থাকে কেকেআর। ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেছেন রাহানে, থেমেছেন দলের ৯৭ রানের মাথায়। রাহানের বিদায়ের পরে থেমেছেন রঘুবংশীও। সাজঘরে ফেরার আগে ফিফটি ছুঁয়েছেন তিনি। ৩২ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। দুই সেট ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে কলকাতা। তবে দ্রæতই সেই চাপ উতরে গেছে তারা। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার এবং রিঙ্কু সিং। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে রানের গতি বেড়ে যায় কলকাতার। বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে এগিয়েছেন দুজন। দ্রæতই ক্রিজে জমে যান ভেঙ্কাটেশ-রিঙ্কু। দুজনের ব্যাটে চড়ে ২০০ রানও ছুঁয়েছে কলকাতা। ফিফটি হাঁকিয়ে ২৯ বলে ৬০ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে দলীয় ১৯৭ রানের মাথাতে আউট হন ভেঙ্কাটেশ। অন্যদিকে রিঙ্কু অপরাজিত ছিলেন ১৭ বলে ৩২ রানের ক্যামিও খেলে। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ২০০ রানের পুঁজি দাঁড় করায় কলকাতা নাইট রাইডার্স। হায়দরাবাদের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি, প্যাট কামিন্স, জিসান আনসারি, হার্শাল প্যাটেল এবং কামিন্দু মেন্ডিস। জবাব দিতে নেমে শুরুটা জঘন্য হয়েছে হায়দরাবাদের। বোর্ডে ৯ রান তুলতেই সাজঘরে ফিরে যান শীর্ষ ৩ ব্যাটার ট্রাভিস হেড, অভিষেক শর্মা এবং ঈশান কিষাণ। ২ বলে ৪ রান করেন হেড। ৬ বলে ২ রান করেন অভিষেক এবং ঈশান খেলেছেন ৫ বলে ২ রানের ইনিংস। টপাটপ উইকেট হারানো হায়দরাবাদকে পথে ফেরানোর চেষ্টা চালিয়েছেন নিতিশ কুমার রেড্ডি এবং কামিন্দু মেন্ডিস। পাওয়ারপ্লেতে আর কোনো উইকেট হারায়নি হায়দরাবাদ। ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৩ রান তুলেছে হায়দরাবাদ। পাওয়ারপ্লে শেষেই থেমেছেন রেড্ডি। দলের ৪৪ রানের মাথাতে আউট হন তিনি। খেলেছেন ১৫ বলে ১৯ রানের ইনিংস। কামিন্দু শুরুতে কিছুটা সময় নিচ্ছিলেন। তবে পরে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ইনিংস লম্বা করতে পারেননি যদিও। ২০ বলে ২৭ রানের ইনিংস খেলে দলের ৬৬ রানের মাথায় আউট হয়েছেন কামিন্দু। ম্যাচ থেকে ততক্ষণে প্রায় ছিটকেই গেছে হায়দরাবাদ। কিছুটা লড়াইয়ের চেষ্টা চালিয়েছেন হেইনরিখ ক্লাসেন। ২১ বলে ৩৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলের ১১২ রানের মাথায় থামেন ক্লাসেন। ১৫ বলে ১৪ রান করা প্যাট কামিন্সকে আউট করেন বরুণ চক্রবর্তী। পরের বলেই সিমারজিত সিংকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান বরুণ। তবে পাওয়া হয়নি হ্যাটট্রিকটা। দলের ১২০ রানের মাথাতে শেষ ব্যাটার হিসেবে আউট হন হার্শাল প্যাটেল। ৮০ রানের জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী এবং বৈভব অরোরা। ২ উইকেট তোলেন আন্দ্রে রাসেল। ১টি করে উইকেট শিকার করেন হার্শিত রানা এবং সুনীল নারাইন।