স্টাফ রিপোর্টার ॥ দেশের বিদ্যমান অস্থিরতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাতক্ষীরায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সব মন্দির, প্যাগোডা ও গির্জার নিরাপত্তায় কাজ করছেন সাতক্ষীরা জামায়াতের নেতাকর্মীরা। বৃহষ্পতিবার (৮আগস্ট) সন্ধায় সাতক্ষীরা শহরের ৫নং ওয়ার্ডে বাটকেখালি ঋষি পাড়াতে অবস্থিত ঐতিহ্যাহী সার্বজনীন গোবিন্দ মন্দির পরিদর্শন করেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার, শহর আমীর জাহিদুল ইসলাম, ছাত্রশিবিরের শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শহর কর্মপরিষদ মাষ্টার বদিউজ্জামান, ওয়ার্ড সভাপতি প্রভাষক আব্দুল হানান, সেক্রেটারী আমিরুল ইসলামসহ অন্যান্য স্থানীয় জামায়াতের নেতারা। পরিতর্শন কালে সাতক্ষীরা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার বলেন, হিন্দু মুসলিম ভাই ভাই। তাদেরকে অনিরাপদ রেখে আমরা ঘুমাতে পারি না। তাদের যে কোন বিপদ আপদে আমরা পাশে থাকবো। এসময় জামায়াত নেতারা মন্দিরের নিরাপত্তার জন্য যে কোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তার এবং কোনো গোষ্ঠী যেন সুযোগ নিতে না পারে সেটা নিশ্চিতে আমরা কাজ করছি। সন্তুষ্টি প্রকাশ করে ওই মন্দিরের দায়িত্বে থাকা অরুন সরদার, অশোক দাস দিলিপ, সড়ন, সাগর, মিলন, বিধান, ছোটন,কল্পনা, পদ্মা, পুর্নিমা, মৈত্রি, আনারতি জামায়াত নেতাদের ধন্যবাদ জানান এবং পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।