এফএনএস আন্তর্জাতিক: প্রবল ঠান্ডা আর কুয়াশায় বিপর্যস্ত ভারতের দিলি। হিম বাতাসে জবুথবু এ অঞ্চলের জনজীবন। দেশটির শীত প্রধান রাজ্য হিমাচলের চেয়েও বেশি ঠান্ডা এখন রাজধানী দিলীতে। গতকাল সোমবার ভোর রাতে দিলিতে তাপমাত্রা ছিল ১.৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজস্থানের সিকরে ১ ডিগ্রি, পিলানিতে ০.৬ ডিগ্রি এবং চুরুতে ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের উত্তরাখণ্ড ও হিমাচলের চেয়েও বেশি ঠান্ডা এখন রাজধানী দিলীতে। প্রচণ্ড শীত ও কুয়াশা থেকে রেহাই পাওয়ার এখনই কোনো সম্ভাবনা নেই। গোটা উত্তর ভারতের আট রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে। সেই কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে ভারী কুয়াশার কারণে দৃষ্টিসীমা শূন্যের নিচে নেমে যাওয়ায় শুধুমাত্র দিলি বিমানবন্দরে ১৫০টি বিমানের যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং বিহারেও ৪৬টি বিমানের যাত্রা সাময়িক স্থগিত করা হয়েছে। দেশটির রেল মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, কুয়াশার কারণে সবমিলিয়ে ২৬৭টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের থেকে সামান্য দেরিতে চলছে ১৭০টি ট্রেন। আর ৯১টি ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে গড়ে ৫ ঘণ্টা দেরিতে চলছে।