শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

হুতিদের সংগ্রহে অত্যাধুনিক অস্ত্র

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ গাজায় মানবতাবিরোধী অপরাধ ও নিরীহ ফিলিস্তীনিদের গণহত্যায় জড়িত ইসরাইলের বিচারের দাবীতে এবং অবিলম্বে হামলা বন্ধে গতকাল বিশ্বের বিভিন্ন দেশে দেশে বিক্ষোভ করছে মানবতাবাদীরা। গতকাল ছিল ফিলিস্তীেিন ইসরাইলের হামলার ৩০০ ুিদন পূর্ণ হওয়া, ইসরাইলকে সমর্থন ও সহযোগিতা কারী মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অন্তত ৩০টি দেশে বিক্ষোভ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হাজার হাজার বিক্ষোভ কারীর দাবী ছিল অবিলম্বে হামলা বন্ধ এবং একশত দিনের যুদ্ধ বিরতি। বিক্ষোভকারীরা ফিলিস্তীনের পতাকা উড়াচ্ছিল এবং ইসরাইল বিরোধী ধ্বনি উচ্চারন করছিল এ সময় বিক্ষোভ কারীরা ফিলিস্তীনি অধিবাসীদের প্রতি সংহতি প্রকাশ সম্বলিত বিভিন্ন বাক্য উচ্চারন করছিল, বিক্ষোভ কারীদের শ্লোগান ছিল এখনই যুদ্ধ বিরতি কার্যকর করুন, ফিলিস্তীনিকে মুক্ত করন, গাজায় হত্যা বন্ধ করুন, হোয়াইট হাউসের সামান্য দুরে স্থাপিত মঞ্চে উঠে ফিলিস্তীনি বংশোদ্ভুত মার্কিন নাগরিকরা আবেগঘন বক্তব্য দিচ্ছিলেন, এসময় বিক্ষোভ কারী ও বক্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানান, ইসরাইলকে সামরিক ও সব ধরনের আর্থিক সহায়তা বন্ধ করে দিতে এদিকে সাগরে ইসরাইল সংশ্লিস্ট জহাজে হুতি বিদ্রোহীদের হামলা থেমে নেই। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফায় ইয়েনে হামলা পরিচালনা করলেও সাগরে হুতি বিদ্রোহীদের ইসরাইলের ও ইসরাইল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা থেমে নেই। গতকালও হুতিরা কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে। ইসরাইল সংশ্লিষ্ট ও পশ্চিমা জাহাজগুলো অবশেষে তাদের রুট পরিবর্তন করে অন্য এলাকা দিয়ে যাতায়াত করছে। সাম্প্রতিক সময়ে হুতি বিদ্রোহীদের দমনে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ মিত্র জোটভূক্ত দেশগুলো সামরিক অভিযান পরিচালনা করলেও তাতে হুতিদের তৎপরতা সামান্যতম বিঘ্ন ঘটছে না। আল জাজিরার খবরে আরও বলা হয়েছে হুতিদের কাছে অত্যাধুনিক অস্তের সংগ্রহ ও মওজুদ বিদ্যমান যে কারনে তারা সহজেই মার্কিনী হামলা প্রতিরোধে সক্ষম হচ্ছে এবং নিজেরা ড্রোন সহ ক্ষেপনাস্ত্র নির্ধিদায় ছুড়ছে। আন্তর্জাতিক জাহাজ চলাচলে মিশর তার সুয়েজখালের প্রচুর পরিমান রাজস্ব উপার্জন করে থাকে কিন্তু হুতিদের হামলার কারনে অধিকাংশ জাহাজ সুয়েজখাল না ঘুরে আফ্রিকা ঘুরে গন্তব্যে পৌছাচ্ছে যে কারনে মিশরের অর্থনৈতিক উপার্জনে প্রচুর পরিমান ক্ষতির কারনে পরিনত হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষনা দিয়েছে গাজায় হামলা বন্ধ হবে না, হাডমাস সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে। নেতানিয়াহুর হুশিয়ারীর বিষয়ে হামাস যোদ্ধারা তাদের নিজস্ব টেলিগ্রাম বার্তায় জানিয়েছে নেতানিয়াহুর হুশিয়ারীকে কোন অবস্থাতেই আমলে নিচ্ছে না হামাস কারন তারা তাদের দেশের স্বাধীনতা এবং দখলদার ইসরাইলি বাহিনীকে বিতাড়িত ও নির্মূল করনে নিজেদেরকে শহীদ করার মনোবাসনা নিয়েই যুদ্ধ করছে। এদিকে একই টেলিগ্রাম বার্তায় হামাস জানিয়েছে তাদের হাতে গতকাল পর্যন্ত সহস্রাধীক দখলদার সেনা নিহত হয়েছে এবং পঙ্গুত্ববরন করেছে চার হাজারের অধিক, অবশ্য ইসরাইলের পক্ষ হতে তাদের নিহত সেনার সংখ্যা সহস্রাধীক নয় বলে জানিয়েছে এবং তারা চারহাজার সেনা পঙ্গুত্ববরনের কথা স্বীকার করলেও দেশটির বার্তা সংস্থা আনাদোলু আর্জেন্সির বরাত দিয়ে হিব্র“ নিউজ সাইটওয়াল্লা জানিয়েছে ইসরাইলের প্রায় ত্রিশ হাজার সেনা পঙ্গুত্ব বরন করতে চলেছে। পত্রিকাটি জানায় ইসরাইলিদের মনোবল ভেঙ্গে যাওয়ার ভয়ে দেশটির সরকার নিহত ও আহত সেনাদের প্রকৃত তালিকা প্রকাশ করা হতে বিরত থাকছে। এদিকে গতকাল ইসরাইল লেবাননে হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে। হিজবুল্লাহ প্রতিদিনই ইসরাইলের ভূ-খন্ডে বোমা রকেট ও ক্ষেপনাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। এদিকে হামাস যোদ্ধাদের হাতে বন্দী ইসরাইলি নাগরিকদেরকে গতকাল পর্যন্ত মুক্তির ব্যবস্থা করতে না পায় দেশটির রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে সাধারন ইসরাইলিরা ব্যাপক ভিত্তিক বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভে বিপুল সংখ্যক ইসরাইলের অংশ গ্রহন করতে দেখা যায়। এ পর্যন্ত ইসরাইলি বাহিনী গাজায় ২৯ হাজার বোমা নিক্ষেপ করেছে। এবং হামাস যোদ্ধারা ইসরাইলের ভূ-খন্ডে ১৪ হাজার রকেট হামলা চালিয়েছে। এদিকে গতকাল পশ্চিমা মিডিয়ায় প্রকাশিত খবরা খবরে বলা হয়েছে ইইউর ওয়েব সাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের বিমান হামলার মাধ্যমে হত্যা করা হচ্ছে তা ইউরোপীয় ইউনিয়ন জানতে পারছে না। গাজায় হামলা ও গণহত্যা বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এই প্রথম কোন বিবৃতি প্রদান করলো। এদিকে গতকালও ইসরাইলি বাহিনী গাজার বিভিন্ন এলাকাতে বিমান হামলা চালিয়েছে। এবং গত চব্বিশ ঘন্টায় শতাধীক নিরীহ ফিলিস্তীনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা। গাজা বাসি একদিকে হত্যাকান্ডের শিকার হচ্ছে, হাজার হাজার অধিবাসি ঘরবাড়ি হারিয়ে আশ্রয় শিবিরে অবস্থান নিয়েছে, এ সকল আশ্রয় শিবির ও নিরাপদ নয় সেখানেও দখলদার বাহিনী বিমান হামলা পরিচালনা করছে। বোমা আর গুলির সাথে যুক্ত হয়েছে দুর্ভিক্ষ, নেই খাদ্য, সেই সাথে চিকিৎসা। ইতিহাসের জঘন্যতম অধ্যায় আর মানবিক বিপর্যয়ের সাথে গাজা। বিশ্বের শত শত কোটি মানুষ দখলদার ইসরাইলি বাহিনীর নির্মম, নিষ্ঠুর হামলা আর গণহত্যার বিরুদ্ধে সোচ্চার অথচ থামছে না হামলা, হত্যা এবং গণহত্যা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com