শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

হুতিরা ইসরাইলে হামলা চালিয়েছে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ ইসরাইল বাহিনীর নির্মম হামলায় মৃত্যু পুরিতে পরিনত হয়েছে ঐতিহাসিক গাজা উপত্যকা, প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গতকাল পর্যন্ত উনিশ হাজার নিরহি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইল বাহিনী, রাফা শহর সত্যিকার অর্থে জ্বলছে এবং প্রতিটি সড়কে, ধ্বংস স্তুপের নিচে, হাসপাতালে নিহত ফিলিস্তিনিদের মরদেহ, পরিস্থিতি এতটুকু ভয়াবহ পর্যায়ে পৌছেছে যে সমৃদ্ধশালী রাফা শহর ধ্বংস স্তুপে পরিনত হয়েছে। দখলদার ইসরাইলি বাহিনীর অভ্যাহত বিমান হামলার মুখে রাফা বাসি বাঁচার জন্য শহরের বাইরেও যেতে পারছে না সর্বত্র মৃত্যু নামক বিভিষিকা হাতছানি দিয়ে ডাকছে। ইসরাইলি বাহিনীর নৃশংষ হামলার বিরুদ্ধে হামাস যোদ্ধাদের প্রতিরোধ হামলা থেমে নেই। গতকাল হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড জানিয়েছে দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যদের হামাস যোদ্ধারা চরম ভাবে প্রতিরোধ করে চলেছে। গত এক মাসের ব্যবধানে হামাস যোদ্ধাদের হামলয় দখলদার বাহিনীর চৌদ্দজন সদস্য নিহত হয়েছে যার মধ্যে তাদের একাদিক কমান্ডার পর্যায়ের সেনা কর্মকর্তা। গত পাঁচ মাসে হামাস যোদ্ধাদের প্রতিরোধ হামলায় অন্তত পাচসহস্রাধীক দখলদার সেনার মৃত্যু ঘটেছে। ইসরাইলি কর্তৃপক্ষ তাদের পাঁচ হাজার সেনা নিহত হওয়ার ঘটনাকে মিথ্যা এবং হামাসের অপপ্রচার হিসেবেই গণ করে বলেছে আমাদের সেনাদের হামলায় দশ সহস্রাধীক হামাস সন্ত্রাসীরা নিহত হয়েছে। ইসরাইলের এমন দাবী বরাবই প্রত্যাখান করে হামাস যোদ্ধারা বলেছে কোন অবস্তাতেই ইসরাইলের দাবী সত্য নয়, দখলদার ইসরাইল অবশ্যই অনুভব করছে এবং অনুভব করতে পারবে যে হামাস কতটুকু শক্তিআর সামর্থ নিয়ে নিজেদেরকে প্রস্তুত রেখেছে। দখলদার বাহিনী গতকাল পর্যন্ত হামাসের শক্তিকে খর্ব করতে যেমন পারেনি অনুরুপ ভাবে কোন অবস্থাতেই পনবন্দীদের উদ্ধার ও সনাক্ত করতে পারেনি। এদিকে হতি যোদ্ধারা লোহিত সাগরে ইসরাইল সহ ইসরাইল সংশ্লিস্ট জাহাজ গুলোতে হামলার ঘটনা অব্যাহত ভাবে ঘটিয়ে চলেছে। গতকাল ও হুতি যোদ্ধারা ইসরাইল গামী জাহাজে হামলা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দশ জোটভূক্ত দেশ গুলো গতকাল পর্যন্ত হুতি বিদ্রোহীদের দমন ও নির্মূল কার্যকর ব্যবস্থা গ্রহনে ব্যর্থ হয়েছে। পরপর কয়েক দফায় ইয়েমেনে হুতি অবস্থানের উপর ক্ষেপনাস্ত্র হামলা পরিচালনা করেও হুতিদের দুর্বল করতে পারেনি। এদিকে হুতি যোদ্ধারা এবার লোহিত সাগরের উপর ক্ষেপনাস্ত্র হামলা পরিচালনা করেও হুতিদের দুর্বল করতে পারেনি। এদিকে হুতি যোদ্ধারা এবার লোহিত সাগরের উপর দিয়ে ইসরাইলে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে। গতকাল কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার খবরে বলা হয়েছে হুতি যোদ্ধারা গতকাল বৃহস্পতিবার সকালে লোহিত সাগরের উপর দিয়ে কয়েক দফা ইসরাইলে ক্ষেপনাস্ত্র হামলা পরিচালনা করে অবশ্য উক্ত ক্ষেপনাস্ত্র ইসরাইলের আকাশ সীমায় পৌছানোর পূর্বেই ভূপাতিত করে ইসরাইল। ইসরাইলের প্রতিরক্ষা বিভাগ আইডিএফ জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষায় নিয়োজিতরা অত্যন্ত সফল ভাবে ক্ষেপনাস্ত্রটি ভূ-পাতিত করেছে। উল্লেখ্য ইতিপূর্বে হুতি বিদ্রোহীরা একাধিকবার ইসরাইলের ভূ-খন্ডে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়ে ছিল। জাতিসংঘের পক্ষ হতে আবারও গাজায় পরিস্থিতি বর্ণনা করে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে যে গাজায় চরম মানবিক বিপর্যয় বিরাজ করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধ বিরতির প্রস্তাবে ভেটো প্রদান করায় আন্তর্জাতিক বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও নতুন ভাবে আলোচনার সৃষ্টি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে ইসরাইলের কট্টর সমর্থন এবং গাজায় হামলা চালানোর বিরোধী নয় তা পুনরায় প্রমানীত হলো। গতকাল পশ্চিমা মিডিয়া ও রয়টার্স পরিবেশিত খবরে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে বলা হয়েছে যে গাজায় যুদ্ধ বিরতির বিষয়টি জরুরী বা এ বিষয়ে প্রস্তাব এর পক্ষে তবে তা অবশ্যই ইসরাইলের নিরাপত্তা ঝুকিতে রেখে নয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গাজায় যুদ্ধ বিরতির প্রস্তাব পাশের বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো প্রদানকে ইতিহাসের বিশেষ নজির এবং দৃষ্টান্ত হিসেবে চিহিৃত করেছে চীন। ইসরাইলের অব্যাহত হামলা আর গণহত্যার বিরুদ্ধে চীন সাম্প্রতিক সময় গুলোতে সোচ্চার অবস্থান নিয়েছে। গতকালও চীন রাফা শহরে অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। গতকাল গাজার উত্তর ও দক্ষিন এলাকাতেও দখলদার ইসরাইলি বাহিনী ব্যাপক ভাবে বিমান হামলা পরিচালনা করেছে। মধ্য গাজায় সাম্প্রতিক সময়ে দখলদার বাহিনী অভিযান বন্দ করলে ও গত দুইদিন যাবৎ মধ্য গাজার বিভিন্ন অংশে দখলদার ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে। গাজার কেবল খাদ্য অভাব তা নয় ব্যাপক পানির অভাব। খাদ্যের মত পানির জন্যেও লাইনে দাড়াতে হচ্ছে ইসরাইলি বাহিনী গাজায় ত্রানবাহি যানবাহন প্রবেশের উপর গতকালও হামলা চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com