এফএনএস : ক্যাপটিভ বিদ্যুতে চলে দেশের অধিকাংশ শিল্প-কারখানা। কারণ সরবরাহ নিরবচ্ছিন্ন না হওয়ায় জাতীয় গ্রিডে শিল্প খাত আস্থা পাচ্ছে না। যদিও গত এক দশকেরও বেশি সময়ে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বহুগুণ বেড়েছে। তারপরও ক্রমেই বেড়ে চলেছে শিল্পখাতে ক্যাপটিভ নির্ভরতা। সরকারি হিসাবে দেশে ৪৬ হাজারের কিছু বেশি উৎপাদনমুখী শিল্প স্থাপনা রয়েছে। তার মধ্যে ৪০ হাজারের কিছু বেশি ক্ষুদ্র ও কুটির শিল্প। বাকি ৬ হাজার বৃহৎ ও মাঝারি শিল্প। আর সব শিল্পের বড় অংশই ক্যাপটিভ বিদ্যুতে সচল থাকছে। কিন্তু শিল্পখাতে গ্যাসের দাম বাড়ায় হুমকির মুখে ক্যাপটিভে বিদ্যুৎ উৎপাদন। শিল্পখাত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সাড়ে ২৬ হাজার মেগাওয়াটেরও বেশি। আর সাড়ে ৩ হাজার মেগাওয়াটের মতো জাতীয় গ্রিডবহির্ভূত উৎপাদন সক্ষমতা। তার মধ্যে প্রায় ২ হাজার ৮ মেগাওয়াট ক্যাপটিভের সক্ষমতা। শিল্পখাতে ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ার কারণ হচ্ছে জাতীয় গ্রিডে পর্যাপ্ত বিদ্যুৎ থাকলেও শিল্প মালিকরা তাতে খুব একটা আগ্রহী নয়। কারণ শিল্পমালিকদের দ্বিগুণেরও বেশি প্রতি ইউনিট বিদ্যুতে দাম গুনতে হয়। আর ওসব কারণে জাতীয় গ্রিডের চেয়ে ক্যাপটিভেই শিল্পখাতের নির্ভরতা বাড়ছে। কিন্তু বর্তমানে উচ্চমূল্য এবং তীব্র গ্যাস সঙ্কটে ক্যাপটিভ ব্যবস্থা সুফল পাওয়া থেকে উদ্যোক্তাদের ক্রমেই দূরে সরে যেতে হচ্ছে। সূত্র জানায়, তৈরি পোশাকের কাঁচামাল সুতা-কাপড়ের উৎপাদনকারী বস্ত্র শিল্প মালিকদের দেশে ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ। ক্যাপটিভনির্ভর শিল্পের জ¦ালানি উৎস গ্যাস। কিন্তু বর্তমানে গ্যাসের সঙ্কটে শিল্প উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে। আর শিল্পের খুব কম উদ্যোক্তারই দুই ধরনের জ¦ালানি উৎস আছে। যেসব শিল্প-কারখানা ক্যাপটিভ নির্ভরশীল তাদের গ্যাস সরবরাহ না থাকলে উৎপাদন বন্ধ থাকবে। বর্তমানে ওই শিল্প-কারখানাকে রেশনিং করে চলতে হচ্ছে। এদিকে বিদ্যমান পরিস্থিতি প্রসঙ্গে জ¦ালানি বিশেষজ্ঞদের অভিমত, সরকারের নীতিগত সিদ্ধান্ত হলো ক্যাপটিভ থেকে সরে আসবে। পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে দেশের পুরো বিদ্যুৎ খাত। কিন্তু আর্থিক অব্যবস্থাপনার কারণে আমদানি নির্ভরতার পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগছে না। ফলে বর্তমান পরিস্থিতি বিদ্যুৎ খাতের ব্যর্থতা নয়, বরং এ সংকট আর্থিক অব্যবস্থাপনার কারণেই সৃষ্ট। অন্যদিকে এ বিষয়ে সুতা ও কাপড় উৎপাদনকারী মিল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন জানান, এদেশে শিল্পের লাইফলাইন ক্যাপটিভ। বস্ত্র খাত ও ক্যাপটিভ মিলিয়ে গোটা শিল্পে গ্যাসের ব্যবহার ৩৫ শতাংশ আর সরকারের বিভিন্ন খাতে বাকি পুরোটা। ১৬ টাকার গ্যাস এখন হয়েছে ৩০ টাকা। অর্থাৎ আগে মাসে বিল ছিল ২ কোটি টাকা হলেও এখন হবে ৪ কোটি। তাতে শিল্পপণ্যের দাম বেড়ে যাবে। এ বিষয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ জানান, মূলত ক্যাপটিভেই চলে বৃহৎ ও মাঝারি শিল্প। ক্ষুদ্র ও কুটির শিল্পগুলোর অনেকে কম হলেও ক্যাপটিভ ব্যবস্থা ব্যবহার করে। একটা সময় ছিল যখন বিদ্যুতের সংকট ছিল। ফলে উদ্যোক্তাদের ক্যাপটিভ ব্যবস্থা গড়ে তোলার সরকারেরই উৎসাহ ছিল। আর ওই উৎসাহের ওপর ভিত্তি করেই নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় ব্যক্তি খাতের শিল্পে বিনিয়োগ হয়েছে। দেশে সরকারের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ক্রমে বাড়লেও সরবরাহ ও সঞ্চালন ব্যবস্থার উন্নতি হয়নি। আর সেজন্যই ব্যয়ভার, গ্যাসের চাপজনিত সমস্যা থাকলেও ক্যাপটিভ বিদ্যুতেই শিল্প খাত ভরসা রাখছে। কিন্তু বর্তমানে ক্যাপটিভে উৎপাদনও কঠিন হয়ে পড়ছে। বর্তমানে ক্যাপটিভ বিদ্যুতের ব্যয় যে পর্যায়ে গেছে তাতে শিল্প সংকুচিত হওয়া ছাড়া পথ থাকবে না।