ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে মাওলানা মুস্তাক আহমেদ কে সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক বানিয়াখালী মওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের জৈষ্ঠ্য প্রভাষক, সাজিয়াড়া শামসুল উলুম কওমী মাদ্রাসার সভাপতি, মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড হেলথকেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি, নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা বহুমুখী সামাজিক কর্মকান্ডের প্রাণপুরুষ অধ্যাপক আলহাজ্ব মুফতি আব্দুল কাইউম জমাদ্দার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটির অনুমোদন দেওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।