এফএনএস স্পোর্টস: অ্যালেক্স হেলসকে কেন্দ্র করে জমে উঠেছে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের সোশ্যাল মিডিয়ার লড়াই। সেন্স অব হিউমারের পরিচয় দিয়ে দুই দলের সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে চলছে খেঁাচাখুঁচি, যার শুরুটা হয়েছিল প্লেয়ার্স ড্রাফটের আগে ঢাকায় নাম লেখানো হেলসকে রংপুরের ছিনিয়ে নেওয়া থেকে। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের দিন কয়েক আগে হেলসকে দলে নেওয়ার ঘোষণা দেয় ঢাকা ক্যাপিটালস। তবে পরবর্তীতে ঢাকা জানায়, বিয়ের ব্যস্ততার কারণে হেলস ঢাকার হয়ে খেলতে পারছেন না। হেলসকে শুভকামনাও জানায় বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজিটি। তবে ড্রাফটের আগের রাতে হেলসকে নিজেদের স্কোয়াডে দলভুক্ত করে রংপুর রাইডার্স। সে সময় ঢাকাকে পরোক্ষভাবে খেঁাচা দিয়েছিল রংপুর। ঢাকা খুব বেশি দূর না ভেবে হেলসকে বিয়েতে শুভেচ্ছা জানায়। তবে কথার এই লড়াই জমে উঠল বিপিএল শুরু হতেই। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই রংপুর মুখোমুখি হয় ঢাকার। আগে ব্যাট করতে নেমে রংপুর শুরুর দিকেই হারিয়ে ফেলে হেলসকে। হেলসের উইকেট শিকারের পর ঢাকা পোস্ট করে লিখে, ‘যদি তুমি তাকে দলে নিতে না পারো, তাহলে তাকে শিকার করে নাও।’ ম্যাচ চলাকালে চুপ করেই ছিল রংপুর। তবে ৪০ রানের দাপুটে জয় তুলে নেওয়ার পর ঢাকাকে দুই দফা খেঁাচা দিতে ভুলেনি গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নরা। ঢাকার সেই পোস্টেই রংপুর কমেন্ট করেছে, ‘ধন্যবাদ, আবার এসো।’ এখানেই শেষ নয়। জয় উদযাপনের আরও এক পোস্টে রংপুর ক্যাপশন দিয়েছে, ‘লাগে উরাধুরা।’ এই নামে একটি বিখ্যাত গান রয়েছে শাকিব খানের তুফান সিনেমার। ঢাকাকে হারিয়ে রংপুরের এই খেঁাচাটাকে যে ঢাকার মালিক শাকিব খানকে, তা বুঝতে বাকি নেই কারও। আইপিএলের শাহরুখের স্মৃতি মনে করিয়ে শাকিব খান এদিন মাঠে বসেই দলের খেলা উপভোগ করেন। যদিও থিসারা পেরেরারা শাকিবকে সুখকর অনুভূতি দিতে পারেননি। একপেশে ম্যাচে রংপুরের কাছে পাত্তাই পায়নি ঢাকা। ম্যাচ শেষ হওয়ার আগেই হার নিশ্চিত হয়ে যাওয়ায় হতাশা নিয়ে মাঠ ছেড়ে যান শাকিব খান।