রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

এফএনএস বিদেশ : ইউক্রেনের রাজধানী কিয়েভের পূর্ব উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৯ জন এবং ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশটির কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা জানান, নিহত মন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কির সঙ্গে হেলিকপ্টারে আরো আটজন ছিল। হেলিকপ্টারটি ব্রোভারির শহরতলিতে বিধ্বস্ত হলে তার প্রথম উপমন্ত্রী ইয়েভজেনি ইয়েনিন এবং রাজ্য সচিব ইউরি লুবকোভিচও মারা যান। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার অন্তর্গত বলে ফেসবুকে জানিয়েছেন ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো। দুর্ঘটনার পর কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সি কুলেবা জানান, ব্রোভারিতে দুর্ঘটনায় ২৯ জন আহত হওয়ার পাশাপাশি ১৮ জন নিহত হয়েছে। দুর্ঘটনার পর কিন্ডারগার্টেনের কাছে আগুন ছড়িয়ে পড়ে এবং শিশু ও কর্মীদের ভবন থেকে সরিয়ে নেওয়া হয়। একটি জ¦লন্ত ভবনের বাইরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা গেছে। দুর্ঘটনার সময় জায়গাটি অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, হেলিকপ্টারটি কিন্ডারগার্টেনে আঘাত করার পর একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হয়। সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com