বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির আয়োজনে এক শ” বছর পূর্তি উপলক্ষে ২ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী বুধবার ও বৃহস্পতিবার বাদ আছর থেকে হোগলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হোগলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ নেছারীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন হযরত মাওঃ গাজী মহিবুল্লাহ সিদ্দিকী। বক্তব্য রাখবেন হযরত মাওঃ আবুল হায়াত, দ্বিতীয় দ্বিতীয় দিন প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মোস্তফা মাহবুবুল আলম, হাফেজ মাওলানা জাকারিয়া সিদ্দিকী প্রমুখ।