বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা পুরাতন জামে মসজিদ কমিটির উদ্যোগে পবিত্র শব-ই- মিরাজ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ ফেব্র“য়ারি মাগরিবের নামাজের পর থেকে হোগলা পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ নেছারি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা আনারুল ইসলাম সালেহি। তিনি শব-ই- মিরাজের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। এসময় উপস্থিত ছিলেন হোগলা জামে মসজিদের সভাপতি, সহ-সভাপতি সাধারণ সম্পাদক, যুব কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সহ ধর্মপ্রাণ মুসুল্লি বিন্দু উপস্থিত ছিলেন।