স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খায়ের সরদারের বড় ভাবী ও হোমিও চিকিৎসক মোঃ শাহ আলমের মাতা মরহুমা হাসিনা বেগমকে চির বিদায় দেওয়া হয়েছে। গতকাল জোহর বাদ মরহুমা হাসিনা বেগমের জানাযার নামাজ গাভা দক্ষিনপাড়া চেয়ারম্যান বাড়ী জামে মসজিদ চত্ত¡রে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পূর্বে বক্তব্য রাখেন গাভা পূর্বপাড়া জামে মসজিদের খতিব মাওলানা ইয়াকুব হোসেন, হাজিপুর মাদ্রাসার সহ-সুপার মুফতি মোকলেছুর রহমান, গাভা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জাহিদুল ইসলাম, গাভা দাখিল মাদ্রাসার সিনিয়র আরবি শিক্ষক হাফেজ মাওলানা নুরুল হক, মরহুমার মেজ পুত্র গাভা দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ জাকির হোসেন, কনিষ্ঠ পুত্র হোমিও চিকিৎসক মোঃ শাহ আলম। এছাড়া উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো: রবিউল ইসলাম, ফিংড়ী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, সাতক্ষীরা মানবকল্যান সংস্থার নির্বাহী পরিচালক মো: আবুল হোসেন, জয়নুল আবেদীন জসী, কাজী আবদুলাহ আল মামুন, রেজাউল করিম, ওয়াদুদ সরদার, আলহাজ্ব হারুন অর রশিদ, ফেরদাউস হোসেন, আশরাফ হোসেন, আজিজ হাসান, জাকির হোসেন, আজিজ হাসান, কামাল হোসেন, মাওলানা আজহারুল ইসলাম, শাহিনুর সরদার প্রমুখ। জানাযার নামাজ শেষে মরহুমা হাসিনা বেগমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজ পড়ান গাভা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আব্দুল হাই সিদ্দিকী। দোয়া পরিচালনা করেন গাভা দক্ষিন পাড়া চেয়ারম্যান বাড়ী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আসলাম হোসেন।