৯ উইকেটে ৩১৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। দশম উইকেটে ৯৯ বলে ৪৪ রানের মূল্যবান জুটি গড়েন মিচেল স্যান্টনার এবং উইলিয়াম। ৭৬ রানে স্যান্টনারকে ফিরিয়ে ৩৪৭ রানে কিউইদের প্রথম ইনিংসের পতন ঘটায় ম্যাথু পটস। জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধ্বংস নামায় কিউই বোলার ম্যাট হেনরি, উইলিয়াম ওরোর্ক এবং মিচেল স্যান্টনার। মাত্র ১৪৩ রানেই অলআউট হয়ে যায় ইংলিশরা। দলীয় ৩২ রানে জ্যাক ক্রলির আউটে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। তবে মাত্র ৮২ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। ৬ষ্ঠ উইকেট ওলি পোপকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন বেন স্টোকস। ২৪ রানে পোপ ফিরলে তাসের ঘরের মত ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন জো রুট। স্টোকস করেন ২৭ রান। কিউইয়ের হয়ে ৪ টি উইকেট শিকার করেন ম্যাট হেনরি। ৩ টি করে উইকেট নেন উইলিয়াম ওরোর্ক এবং মিচেল স্যান্টনার। ২০৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৩৬ রান। ৬০ রান করেন উইল ইয়ং ১৯ অধিনায়ক টম ল্যাথাম। ৫০ রানে ব্যাট করছেন কেন উইলিয়ামসন এবং ২ রানে রাচিন রবীন্দ্র। ইংল্যান্ডের চেয়ে এখনো ৩৪০ রানে এগিয়ে নিউজিল্যান্ড। আর এতেই দ্বিতীয় দিন শেষে জয়ের সুবাশ পেতে চলেছে কিউইরা।