মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

হ্যামিস্ট্রং ইনজুরির কারণে এ মৌসুমে ফোফানার খেলা নিয়ে শঙ্কা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

এফএনএস স্পোর্টস: গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চেলসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানার এ মৌসুমে আর খেলা নাও হতে পারে। আর এ বিষয়টি নিয়ে দারুন দুঃশ্চিন্তায় পড়েছেন কোচ এনজো মারসেকা। ২৪ বছর বয়সী ফোফানা এক মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে রয়েছেন। স্ট্যামফোর্ড ব্রীজে তার ফেরার সময়টা আরো দীর্ঘ হবার ইঙ্গিত পাওয়া গেছে। ২০২২ সালে লিস্টার থেকে ৭০ মিলিয়ণ পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দেবার পর থেকে ইনজুরি পিছু ছাড়েনি। এ পর্যন্ত খেলেছেন মাত্র ৩২ ম্যাচ। এ প্রসঙ্গে মারসেকা বলেছেন, ‘দুর্ভাগ্যবশত: মৌসুমের বাকি সময়টা তাকে বিশ্রামে থাকতে হতে পারে। তার হ্যামস্ট্রিং ইনজুরির মাত্রাটা গুরুতর। তাকে দলে না পাওয়াটা সত্যিই হতাশার। আমি আগেও অনেকবার বলেছি ফোফানাকে আমরা সবাই পছন্দ করি। অবশ্যই তার দলে না থাকাটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি।’ ফোফানার পাশাপাশি ফরাসি সেন্টার—ব্যাক বেনোয়িট বাডিয়াশিলেও ফেব্রুয়ারি পর্যন্ত মাঠের থেকে ছিটকে গেছেন। এদিকে অধিনায়ক রেসি জেমস ও রোমেও লাভিয়া ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফেরার দ্বারপ্রান্তে রয়েছেন। এদিকে বড়দিন ও নতুন বছরের সময়টাতে এভারটন, ফুলহ্যাম ও ইপসউইচের কাছে পয়েন্ট হারিয়ে সম্ভাব্য ৯ পয়েন্টের জায়গায় চেলসি মাত্র এক পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। যদিও এখনো প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থান ধরে রেখে চ্যাম্পিয়ন্স লিগের পজিশন অক্ষুন্ন রেখেছে ব্লম্নজরা। স্ট্যামফোর্ড ব্রীজে প্রথম মৌসুমেই মারসেকা অপেক্ষাকৃত তরুণ দলের উপর শুরু থেকেই আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে তার এই দল শিরোপা জয়ের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নয় বলেও তিনি জানিয়ে দিয়েছেন। মারসেকা বিশ্বাস করেন তার দল সঠিক পথেই আছে। ইতালিয়ান এই কোচ বলেছেন, ‘আমরা পরাজয় কিংবা পয়েন্ট হারানো পছন্দ করিনা। সবকিছুর সাথে মানিয়ে আমরা সঠিক পথেই এগিয়ে যাচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের উন্নতি সকলের চোখে পড়ছে।’

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com